scorecardresearch
 

Jailed For Biryani: বিরিয়ানির লোভে খাসি নিয়ে চম্পট, হাঁড়ি চাপানোর আগেই উদ্ধার করল পুলিশ

উত্তরপ্রদেশের কানপুরে ছাগল চুরির এক অভিনব ঘটনা সামনে এসেছে। রাতে গাড়ি নিয়ে এসে দুটি ছাগল চুরির অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। চুরির আগে তারা প্রথমে ছাগলকে ঘাস খাওয়ায়, তারপর গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যায়। সকালে মালিক জানতে পেরে এফআইআর দায়ের করেন। পুলিশ আশেপাশের সিসিটিভি খতিয়ে দেখতেই গোটা বিষয়টি বেরিয়ে আসে।

Advertisement
ছাগল উদ্ধার। ফাইল ছবি। ছাগল উদ্ধার। ফাইল ছবি।
হাইলাইটস
  • উত্তরপ্রদেশের কানপুরে ছাগল চুরির এক অভিনব ঘটনা সামনে এসেছে
  • রাতে গাড়ি নিয়ে এসে দুটি ছাগল চুরির অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে।

উত্তরপ্রদেশের কানপুরে ছাগল চুরির এক অভিনব ঘটনা সামনে এসেছে। রাতে গাড়ি নিয়ে এসে দুটি ছাগল চুরির অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। চুরির আগে তারা প্রথমে ছাগলকে ঘাস খাওয়ায়, তারপর গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যায়। সকালে মালিক জানতে পেরে এফআইআর দায়ের করেন। পুলিশ আশেপাশের সিসিটিভি খতিয়ে দেখতেই গোটা বিষয়টি বেরিয়ে আসে।

অভিযুক্ত যুবক একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল৷ এরপর বিরিয়ানি খাওয়ার সময় শোয়েবের পাশের বাড়িতে বাঁধা ছাগলগুলো তার চোখে পড়ে। এ সময় তিনজনই বিয়ের অনুষ্ঠান থেকে নীরবে ফিরে আসেন। কিন্তু পরদিন রাতেই সেন্ট্রো গাড়িতে করে শোয়েবের বাড়িতে পৌঁছান তিনি। তারপর গোপনে ছাগল দুটিকে ঘাস খাওয়ান। এর পরে, তাদের বের করে এনে ঘাস দেখিয়ে গাড়িতে তোলেন। পরের দিন সকালে, শোয়েব যখন ছাগলগুলি নিখোঁজ দেখতে পান, তখন তিনি আনোয়ারগঞ্জ থানায় চুরির এফআইআর দায়ের করেন। তার বাড়ি থেকে দুটি সাদা ছাগল চুরি হয়। থানার ইনচার্জ নীরজ ওঝা বাড়ির চারপাশে থাকা সিসিটিভি ক্যামেরার দিকে তাকালেন, একটি সেন্ট্রো দেখতে পান যেখান থেকে ছাগলগুলি চুরি হয়েছে।

পুলিশ জিজ্ঞাসাবাদ করে গাড়ির নম্বর জানতে পারলে চাকরীর বাসিন্দা আলতামাস, রেহান ও মুস্তাকিমকে আটক করা হয়। তাদের কাছ থেকে চোরাই ছাগলগুলোও উদ্ধার করা হয়েছে। ধরা পড়া যুবকরা জানায়, তারা একটি গেস্ট হাউসে ভোজের জন্য এসেছিল। বিরিয়ানি খাওয়ার সময় তার চোখ পড়ে পাশের শোয়েবের বাড়িতে বাঁধা সাদা ছাগলের ওপর। সেই সঙ্গে আলতামাস আলোচনা করেন, এসব ছাগল থেকে বিরিয়ানি তৈরি করলে খেতেও মজা পাওয়া যায়। এরপর তিনজনই ছাগল চুরির পরিকল্পনা করে। একই পরিকল্পনায় সে রাতে ছাগল চুরি করে। কিন্তু তাদের ভাগ্য খারাপ। কারণ এই ছাগলের বিরিয়ানি তৈরি হওয়ার আগেই ছাগল-সহ তিনজনকেই গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন

Advertisement

 

Advertisement