Jhansi woman murder: বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন মহিলা, দেহ ৭ টুকরো করে কুয়োয় ফেলল প্রাক্তন গ্রামপ্রধান

উত্তরপ্রদেশের ঝাঁসি জেলায় ভয়ঙ্কর এক খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কিশোরপুরা গ্রাম থেকে উদ্ধার হয়েছে এক মহিলার টুকরো টুকরো করে কাটা দেহ। মৃতের নাম রচনা যাদব (বয়স আনুমানিক ৩৫), টিকমগড়ের বাসিন্দা এবং বিধবা ছিলেন।

Advertisement
বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন মহিলা, দেহ ৭ টুকরো করে কুয়োয় ফেলল প্রাক্তন গ্রামপ্রধান
হাইলাইটস
  • উত্তরপ্রদেশের ঝাঁসি জেলায় ভয়ঙ্কর এক খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
  • কিশোরপুরা গ্রাম থেকে উদ্ধার হয়েছে এক মহিলার টুকরো টুকরো করে কাটা দেহ।

উত্তরপ্রদেশের ঝাঁসি জেলায় ভয়ঙ্কর এক খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কিশোরপুরা গ্রাম থেকে উদ্ধার হয়েছে এক মহিলার টুকরো টুকরো করে কাটা দেহ। মৃতের নাম রচনা যাদব (বয়স আনুমানিক ৩৫), টিকমগড়ের বাসিন্দা এবং বিধবা ছিলেন।

কী ঘটেছিল?
পুলিশ সূত্রে জানা গেছে, রচনার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল স্থানীয় প্রাক্তন গ্রাম প্রধান সঞ্জয় প্যাটেলের। শুরুতে আইনি জটিলতায় পাশে দাঁড়ানো থেকেই তাদের ঘনিষ্ঠতা বাড়ে। পরে রচনা বিয়ের জন্য চাপ দিতে থাকলে সঞ্জয় ও তার ভাইপো সন্দীপ ভয়ঙ্কর খুনের ছক কষে।

৮ অগস্ট রাতে রচনাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। দেহ গোপন করতে টুকরো টুকরো করে সাত অংশে ভাগ করা হয়। কয়েকটি অংশ কুয়োয়, আবার মাথা ফেলা হয় লকহেরি নদীতে।

কুয়োয় ভাসছিল বস্তা 
১৩ অগস্ট এক কৃষক মাঠে কাজ করার সময় কুয়ো থেকে দুর্গন্ধ পান। পরে দেখা যায়, ভেতরে দুটি বস্তায় দেহের টুকরো ভাসছে। গ্রামে মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে কুয়ো খালি করে উদ্ধার হয় হাত, অন্যদিকে নদী থেকে উদ্ধার করা হয় মাথা।

পুলিশের তদন্ত ও গ্রেফতার
ঘটনার পর ঝাঁসি পুলিশ আটটি তদন্তকারী দল গঠন করে। ১০০-র বেশি গ্রামবাসীকে জেরা করা হয়, ২০০-র বেশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। সঞ্জয় প্যাটেল ও তার ভাইপো সন্দীপকে গ্রেফতার করেছে পুলিশ। তবে অভিযুক্তদের এক সহযোগী প্রদীপ অহিরওয়ার এখনও পলাতক। তার নামে ২৫ হাজার টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, তদন্তে দ্রুত অগ্রগতি আনতে সক্ষম হওয়ায় পুলিশ দলকে ৫০ হাজার টাকার পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন ঝাঁসি এসএসপি।

আতঙ্কিত গ্রামবাসী
এই নৃশংস ঘটনায় কিশোরপুরা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, এমন ঘটনা আগে শোনেনি কেউ। বর্তমানে গ্রামে টহল বাড়িয়েছে পুলিশ।

 

POST A COMMENT
Advertisement