কলকাতার দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ভর দুপুরে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে দুই স্কুল ছাত্রের মধ্যে তীব্র বচসা হয়। তার পর মুহূর্তের মধ্যে পরিস্থিতি রূপ নেয় রক্তারক্তিতে। অভিযোগ, তাদের মধ্যে এক জন ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে বন্ধুর উপর। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই নাবালককে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত নাবালকের বয়স ১৭।
প্রচণ্ড ভিড়ের মধ্যে এই ঘটনায় যাত্রীদের মধ্যে হইচই পড়ে যায়। আতঙ্কিত যাত্রীরা ঘটনাস্থল থেকে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে হালকা ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডা চললেও হঠাৎই ছাত্র ছুরি বার করে অপর ছাত্রকে আঘাত করতে যায়। তখনই আশপাশে থাকা লোকজন চেঁচামেচি শুরু করে এবং ঘটনাস্থল উত্তপ্ত হয়ে ওঠে।
ঘটনার পর স্টেশনে উপস্থিত যাত্রীদের মধ্যে চাঞ্চল্য শুরু হয়। রক্তে ভেসে যায় প্ল্য়াটফর্ম। ছুটে আসে আরপিএফ। আহতকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনাস্থলে আসে দক্ষিণেশ্বর থানার পুলিশও। এক প্রত্যক্ষদর্শী মহিলা জানিয়েছেন, ৪-৫ জন ছাত্র দাঁড়িয়েছিল। তাঁদের মধ্যেই বচসা শুরু হয়। সেসময় একজন ছুরি বের করে আঘাত করে অন্য এক ছাত্রকে।
মেট্রো স্টেশনে ছড়িয়ে-ছিটিয়ে রক্তমাখা পায়ের ছাপ আতঙ্ক আরও বাড়ায়। আরপিএফ ও দক্ষিণেশ্বর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ওই ছাত্রকে তড়িঘড়ি বরাহনগর স্টেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে খবর।।
ঘটনার পর বাকি ছাত্ররা পালিয়ে যায়। মূল অভিযুক্ত, যে হামলা চালিয়েছিল, সেও বর্তমানে পলাতক। পুলিশ জানিয়েছে, হামলার তদন্ত শুরু হয়েছে এবং মেট্রো স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।