হুগলির ৭ কোটি টাকার গয়না ডাকাতির ঘটনায় মূল অভিযুক্ত আদর্শ সিং বেহরা এবং তার সহযোগী সুরজ শেঠকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স (STF)। ২৩শে সেপ্টেম্বর আজমগড় জেলার গম্ভীরপুর টোল প্লাজার কাছে অভিযুক্তদের পাকড়াও করে UP পুলিশ।
ইতিমধ্যেই অভিযুক্তদের থেকে লুটের টাকা দিয়ে কেনা ২০ লক্ষ টাকা, ১২টি হিরার আংটি, একটি সোনার আংটি, একটি হিরার নেকলেস, দু'টি মোবাইল ফোন এবং একটি নতুন বুলেট মোটরসাইকেল উদ্ধার করেছে STF।
গত ৩ অগাস্ট, ২০২৫ এ হুগলির মুখার্জি রোডে সোহান গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলারির দোকানে লুটপাট চালিয়েছিল দুষ্কৃতীরা।
৭ কোটি টাকার গয়না ডাকাতির মূল হোতা গ্রেফতার
প্রকাশ্য দিবালোকে, ছয়জন সশস্ত্র ডাকাত দোকানের কর্মীদের মারধর করে, অস্ত্রের ভয় দেখিয়ে ৫ থেকে ৬ কেজি সোনা ও হিরার গয়না চুরি করেছিল। এই ঘটনায় রাজ্যজুড়ে গয়না ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তদন্তে নামে বেঙ্গল পুলিশ। সিসিটিভি ফুটেজ থেকে অভিযুক্তদের শনাক্ত করা হয়। এরপরই সমস্ত তথ্য উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স (STF) কে পাঠিয়ে দেওয়া হয়।
ইন্সপেক্টর অনিল কুমার সিংহের নেতৃত্বে STF এর বারাণসী টিম অভিযুক্তদের খুঁজে বের করে তাদের গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, আদর্শ সিং বেহরা বিহারের কুখ্যাত অপরাধীদের নিয়ে টিম বানিয়েছিল। তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন ফৌজদারি মামলা রয়েছে।
এর আগে, ২০১৯ সালে, জৌনপুরে ৭৬,০০০ টাকা লুটের অভিযোগ রয়েছে আদর্শের বিরুদ্ধে। ২০২২ সালে আদর্শ সিং বেহরা জৌনপুরে ডাকাতির ঘটনায় অভিযুক্ত। ২০২৪ সালে বিহারের মুজাফফরপুরে একটি গয়নার দোকান থেকে ৭০০ গ্রাম সোনা এবং ১ কেজি রূপো লুট করে।