scorecardresearch
 

Kultali Update: কুলতলির ধর্ষিত নাবালিকার দেহ রাতভর রইল গ্রামে, চলল বিক্ষোভ, আজই শেষকৃত্য

কুলতলিতে নাবালিকার মৃত্যুর পরে রাতভর দেহ নিয়ে হল অবরোধ, বিক্ষোভ। কল্যাণী এইমসে ময়নাতদন্তের পর সোমবার রাত ১১টা নাগাদ নাবালিকার দেহ পৌঁছয় গ্রামে। দেহ গ্রামে ফিরতেই সেই দেহ নিয়ে চলে বিক্ষোভ ও প্রতিবাদ আন্দোলন। যদিও সকাল থেকেই গ্রামের মানুষজন রাস্তায় বসে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিচারের দাবিতে। 

Advertisement
কুলতলিতে বিক্ষোভ (ফাইল ছবি) কুলতলিতে বিক্ষোভ (ফাইল ছবি)

কুলতলিতে নাবালিকার মৃত্যুর পরে রাতভর দেহ নিয়ে হল অবরোধ, বিক্ষোভ। কল্যাণী এইমসে ময়নাতদন্তের পর সোমবার রাত ১১টা নাগাদ নাবালিকার দেহ পৌঁছয় গ্রামে। দেহ গ্রামে ফিরতেই সেই দেহ নিয়ে চলে বিক্ষোভ ও প্রতিবাদ আন্দোলন। যদিও সকাল থেকেই গ্রামের মানুষজন রাস্তায় বসে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিচারের দাবিতে। 

রাতে দেহ নিয়ে যাওয়া হয় গ্রামের ভিতরে। সেখানে একটি মন্দিরের সামনে দেহ রেখে চলে শোকজ্ঞাপন করা হয়। রাতে দেহ সৎকার করা হয়নি। দেহ রাতভর রেখে দেওয়া হয় গ্রামেই। এরপর মঙ্গলবার সকালে দেহ নিয়ে মিছিল করেন গ্রামের মানুষজন।  এলাকায় প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রাম থেকে দেহ নিয়ে যাওয়া হয় মহিষমারি হাট পর্যন্ত। আজই দেহ সৎকার করা হবে। যাতে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রাখছে প্রশাসন।

সোমবার জয়নগরের ন'বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর। দোষীদের ফাঁসির দাবিতে পথ দখলে নামেন স্থানীয় মহিলারা। প্রদীপ জ্বালিয়ে চলে বিক্ষোভ। শুধু তাই নয়, আরজি কাণ্ডের প্রতিবাদে 'রাত দখলে'র ধাঁচেই 'রাত পাহারা'র ডাক দিলেন জয়নগরের মহিলারাও।

আরও পড়ুন

হাইকোর্টের নির্দেশে জয়নগরে নিহত নাবালিকার দেহের ময়নাতদন্ত হয় কল্যাণীর JNM হাসপাতালে। সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যৌন নির্যাতনের কথা বলা হয়েছে। এরপর রাতে দেহ গ্রামে পৌঁছয়, কান্নায় ভেঙে পড়েন স্থানীয় বাসিন্দারা। রাতভর দেহ থাকে বাড়িতেই। পরে দেহ সমাধিস্থ করা হবে বলে খবর।

Advertisement