TMC Leader Shot Dead: TMC নেতাকে গুলিতে ঝাঁঝরা, লক্ষ্মীপুজোর দিন রক্তাক্ত বহরমপুরে

আজ অর্থাত্‍ বুধবার মর্নিংওয়াকে বেরিয়েছিলেন ওই তৃণমূল নেতা। আচমকা তাঁর সামনে মুখে কাপড় বাঁধা এক দুষ্কৃতী বাইক নিয়ে দাঁড়ায়।

Advertisement
TMC নেতাকে গুলিতে ঝাঁঝরা, লক্ষ্মীপুজোর দিন রক্তাক্ত বহরমপুরেবহরমপুরে তৃণমূল নেতা খুন-- প্রতীকী ছবি
হাইলাইটস
  • গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু
  • ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন প্রদীপ
  • রাজনৈতিক নেতার পাশাপাশি প্রমোটারি ব্যবসাও করতেন  

পুজো মিটতেই ফের রাজনৈতিক হিংসা শুরু রাজ্যে। গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু হল তৃণমূল নেতার। ঘটনাটি বহরমপুরের রাধারঘাট গ্রাম পঞ্চায়েতের নাথপাড়া এলাকায়। মৃত্যু হয়েছে তৃণমূল নেতা প্রদীপ দত্তর।

ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন প্রদীপ

আজ অর্থাত্‍ বুধবার মর্নিংওয়াকে বেরিয়েছিলেন ওই তৃণমূল নেতা। আচমকা তাঁর সামনে মুখে কাপড় বাঁধা এক দুষ্কৃতী বাইক নিয়ে দাঁড়ায়। তারপর পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন প্রদীপ। স্থানীয় নার্সিংহোমে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

রাজনৈতিক নেতার পাশাপাশি প্রমোটারি ব্যবসাও করতেন  

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বাইকে তিনজন ছিল। তিনজনের মুখেই কাপড় ঢাকা ছিল। ফলে চেনার উপায় ছিল না। বাইকে এসে তিন রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এলাকার এক বাসিন্দার কথায়, 'আমরা দেখলাম প্রদীপদা উপুড় হয়ে পড়ে রয়েছেন রাস্তায়। উনি একসময় কংগ্রেস করতেন। পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। প্রমোটারি করতেন। ৫ বার গুলি করল ওরা।'স্থানীয়দের একাংশের দাবি, প্রমোটারি নিয়ে বচসার জেরে খুন হতে পারে। অনেকের দাবি, গোষ্ঠীদ্বন্দ্বের প্রতিশোধ। 

গত ৬ সেপ্টেম্বরই মুর্শিদাবাদে কান্দিতে এলাকায় সাগর শেখ নামে এক স্থানীয় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় দুষ্কৃতীরা তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কোপায় বলে অভিযোগ। 


POST A COMMENT
Advertisement