Maa Flyover: পাশে রাখা রয়েছে একটি গাড়ি। আর সেটি রেখেই মা উড়ালপুল (Maa Flyover) থেকে ঝাঁপ দিলেন এক ব্যক্তি। রাজ্য সরকারের লোগো লাগানো গাড়ি রেখে ঝাঁপ দেন ওই ব্যক্তি।
রবিবার মা উড়ালপুল (Maa Flyover)-এর গড়িয়ামুখী লেন থেকে ঝাঁপ দেন ওই ব্যক্তি। হাসপাতালে পাঠানো হলে মৃত বলে ঘোষণা। মৃতের নাম ঝন্টুকুমার দাস বলে জানা গিয়েছে। কী কারণে ঝাঁপ, সরকারি লোগো লাগানো গাড়ি কোথা থেকে এল, এই সব প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ।
উদ্ধার ড্রাইভিং লাইসেন্স
তাঁর বাড়ি বেলগাছিয়ার রাজা মণীন্দ্র রোড এলাকায়। সঙ্গে থাকা পরিচয়পত্র দেখে তাঁর নাম-ঠিকানা জানা গিয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
তিনি ওই গাড়ির চালক না গাড়ির মালিক, তা দেখার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনার পর ওই এলাকার যান চলাচলে প্রভাব পড়ে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়।
এর আগেও
ঘটনা হল, এর আগেও মা উড়ালপুল (Maa Flyover) থেকে ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটেছে। ফলে সেখানকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কী করে এমন ঘটনা ঠোকানো যায়, সে ব্যাপারে পরিকল্পনা করছে পুলিশ।
সেদিও ছিল এক রবিবারে
ভয়ঙ্কর ঘটনার সাক্ষী রবিবারের কলকাতা। মা ফ্লাইওভারে বাইক রেখে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক ব্য়ক্তি। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। মা ফ্লাইওভারের নিরাপত্তা নিয়ে চিন্তায় পড়েছে পুলিশ-প্রশাসন।
সাতসকালর ঘটনা
মা ফ্লাইওভারে একের পর এক বাইক দুর্ঘটনার খবর এতদিন শিরোনামে ছিল। এবার সে ফ্লাইওভার থেকে ঝাপ দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটল রবিবার সকালে। পুলিশ সূত্রে খবর, এদিন সকাল পৌনে সাতটা নাগাদ মাঝবয়সী ব্যক্তি মা ফ্লাইওভারের নিজের বাইরে দাঁড় করিয়ে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন।
বাইক রেখে
পুলিশ সূত্রে খবর, এদিন পার্ক সার্কাসের দিক থেকে বাইক নিয়ে মা ফ্লাইওভার (Maa Flyover)-এর ওপরে ওঠেন তিনি। এরপর সায়েন্স সিটির কাছে পরমা আইল্যান্ডের ওপরে এসে নিজের বাইকটি দাঁড় করান ফ্লাইওভারের উপরে রাস্তার ধারে। তারপরই উড়ালপুল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয় ওই ব্যক্তি।