Madhya Pradesh: ফুলশয্যার রাতে বরের দুধে কিছু মেশাল নববধূ, তারপরেই ১২ লাখ নিয়ে চম্পট

মধ্যপ্রদেশের ছতারপুরে এক চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা ঘটেছে, যেখানে এক নববধূ তার বরের দুধে ঘুমের ওষুধ মিশিয়ে বাসর রাতেই প্রায় ১২ লক্ষ টাকার গয়না ও মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়। বর রাজদীপ রাওয়াত, ঘটক সুকন পাঠকের মাধ্যমে খুশি তিওয়ারি নামের এক মহিলার সঙ্গে ঐতিহ্যবাহী হিন্দু রীতিতে ১৩ ডিসেম্বর বিয়ে করেছিলেন। তবে বিয়ের রাতেই ঘটে যায় এই অভাবনীয় ঘটনা।

Advertisement
ফুলশয্যার রাতে বরের দুধে কিছু মেশাল নববধূ, তারপরেই ১২ লাখ নিয়ে চম্পট
হাইলাইটস
  • মধ্যপ্রদেশের ছতারপুরে এক চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা ঘটেছে, যেখানে এক নববধূ তার বরের দুধে ঘুমের ওষুধ মিশিয়ে বাসর রাতেই প্রায় ১২ লক্ষ টাকার গয়না ও মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়।
  • বর রাজদীপ রাওয়াত, ঘটক সুকন পাঠকের মাধ্যমে খুশি তিওয়ারি নামের এক মহিলার সঙ্গে ঐতিহ্যবাহী হিন্দু রীতিতে ১৩ ডিসেম্বর বিয়ে করেছিলেন। তবে বিয়ের রাতেই ঘটে যায় এই অভাবনীয় ঘটনা।

মধ্যপ্রদেশের ছতারপুরে এক চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা ঘটেছে, যেখানে এক নববধূ তার বরের দুধে ঘুমের ওষুধ মিশিয়ে বাসর রাতেই প্রায় ১২ লক্ষ টাকার গয়না ও মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়। বর রাজদীপ রাওয়াত, ঘটক সুকন পাঠকের মাধ্যমে খুশি তিওয়ারি নামের এক মহিলার সঙ্গে ঐতিহ্যবাহী হিন্দু রীতিতে ১৩ ডিসেম্বর বিয়ে করেছিলেন। তবে বিয়ের রাতেই ঘটে যায় এই অভাবনীয় ঘটনা।

কীভাবে ঘটল এই প্রতারণা?
পুলিশ সূত্রে জানা গেছে, বাসর রাতে নববধূ খুশি তিওয়ারি বরের দুধে ড্রাগ মিশিয়ে তাকে নিস্তেজ করে ফেলে। রাজদীপ অচেতন হওয়ার পর, খুশি সোনার গয়না, রূপার গয়না এবং বরের মোবাইল ফোনসহ মোট ১২ লক্ষ টাকার সামগ্রী নিয়ে পালিয়ে যায়।

পরের দিন সকালে জ্ঞান ফেরার পর রাজদীপ এবং তাঁর পরিবার বুঝতে পারেন যে, তাঁরা প্রতারণার শিকার হয়েছেন। রাজদীপের বাবা দ্রুত থানায় গিয়ে এফআইআর দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে খুশি তিওয়ারি ও তার সহযোগীরা একটি বড় প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত এবং এর আগে আরও অনেক যুবককে একইভাবে প্রতারিত করেছে।

তদন্তে নতুন তথ্য
প্রাথমিক তদন্তে জানা গেছে, খুশি তিওয়ারি এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণামূলক কাজ চালিয়ে আসছে। তারা ভুয়ো পরিচয় ব্যবহার করে বিয়ের ফাঁদে ফেলে যুবকদের ঠকায়। এ ঘটনায় আরও প্রতারিত যুবকদের সন্ধান শুরু করেছে পুলিশ।

পরিবারের দাবি
রাজদীপের পরিবার মালামাল উদ্ধার এবং অভিযুক্ত খুশি তিওয়ারি ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে। ছতারপুর পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তদের শনাক্ত করতে তদন্তে গতি এনেছে।

সতর্কবার্তা
এ ধরনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে যুবক এবং তাদের পরিবারকে অপরিচিত লোকদের সঙ্গে বিয়ের ক্ষেত্রে আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। মধ্যস্থতাকারী বা পাত্রীর পরিচয় যাচাই না করে বিয়ের সিদ্ধান্ত নেওয়া বিপদ ডেকে আনতে পারে। 

 

POST A COMMENT
Advertisement