scorecardresearch
 

জমি নিয়ে অশান্তি, মালদায় দাদাকে পিটিয়ে মারল ভাই

দীর্ঘদিন ধরেই একটি জমি নিয়ে জাহাঙ্গির আলমের সঙ্গে বিবাদ চলছিল তাঁর ভাই মতিউরের। মূলত জমিতে পাঁচিল তোলাকে কেন্দ্র করেই ছিল বিবাদ। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • ভাইয়ের হাতে দাদা খুন
  • মালদার হরিশ্চন্দ্রপুরের ঘটনা
  • অভিযুক্তের খোঁজে তল্লাশি পুলিশের

জমিতে পাঁচিল তোলাকে ঘিরে দাদাকে পিটিয়ে খুন করলো ভাই। মৃতের নাম জাহাঙ্গির আলম। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার সোনাকুল গ্রামে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই একটি জমি নিয়ে জাহাঙ্গির আলমের সঙ্গে বিবাদ চলছিল তাঁর ভাই মতিউরের। মূলত জমিতে পাঁচিল তোলাকে কেন্দ্র করেই ছিল বিবাদ। 

ঘটনার দিন বিবাদ চরমে ওঠে। অভিযোগ, সেই সময় ভাই মতিউর দলবল নিয়ে হামলা চালায় দাদা জাহাঙ্গিরের উপর। বাঁশ দিয়ে তাঁকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। 

ওই ঘটনার পর থেকেই পলাতক অভিুযুক্ত মতিউর। তদন্তে নেমে মতিউরের ছেলেকে আটক করেছে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ। একইসঙ্গে খোঁজ চলছে অভিযুক্তেরও। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। দোষীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা। 

আরও পড়ুনজমি বিবাদে রক্তারক্তি, অমেঠিতে নিহত ৪, আশঙ্কাজনক ৬

 

Advertisement