জঙ্গি সন্দেহে UP-তে গ্রেফতার মালদার যুবক, বাংলাদেশি ব্লগার খুনে হাত?

গোপন সূত্রে খবর পেয়ে উত্তরপ্রদেশে হানা দেন এটিএফ-এর গোয়েন্দারা। ২০১৫ সালে বাংলাদেশের (Bangladesh) ব্লগার অভিজিৎ রায়ের খুনে হাসনাতের হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সেই খুনের পেছনে ছিল আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। সেই সংগঠনের সঙ্গেই হাসনাত শেখের যোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। প্রসঙ্গত, মাস খানেকের মধ্যেই রাজ্য পুলিশ ও এসটিএফের হাতে জঙ্গি সন্দেহে গ্রেফতার হয়েছে আরও বেশ কয়েকজন।

Advertisement
জঙ্গি সন্দেহে UP-তে গ্রেফতার মালদার যুবক, বাংলাদেশি ব্লগার খুনে হাত?প্রতীকী ছবি
হাইলাইটস
  • ফের জঙ্গি সন্দেহে গ্রেফতার
  • ধৃতের নাম হাসনাত শেখ
  • গ্রেফতার করলো এসটিএফ

আবারও জঙ্গি সন্দেহে গ্রেফতার। উত্তরপ্রদেশের সাহারানপুর (Uttar Pradesh Saharanpur) থেকে মালদার এক যুবককে গ্রেফতার করলো কলকাতার স্পেশাল টাস্ক ফোর্স (STF)। ধৃত যুবকের নাম হাসনাত শেখ। দিনকয়েক আগেই গ্রেফতার করা হয়েছে তাকে। তারপর ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয় কলকাতায়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। 

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে উত্তরপ্রদেশে হানা দেন এটিএফ-এর গোয়েন্দারা। ২০১৫ সালে বাংলাদেশের (Bangladesh) ব্লগার অভিজিৎ রায়ের খুনে হাসনাতের হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সেই খুনের পেছনে ছিল আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। সেই সংগঠনের সঙ্গেই হাসনাত শেখের যোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। প্রসঙ্গত, মাস খানেকের মধ্যেই রাজ্য পুলিশ ও এসটিএফের হাতে জঙ্গি সন্দেহে গ্রেফতার হয়েছে আরও বেশ কয়েকজন।

সূত্রের খবর, মালদার (Malda) হাসনাত শেখ পালিয়ে গিয়ে উত্তরপ্রদেশে আশ্রয় নিয়েছে বলে জানতে পারেন এসটিএফ-এর গোয়েন্দারা। তারপর থেকেই সাহারানপুরে নজর রাখা শুরু হয়। অবশেষে চিহ্নিত করার পর গ্রেফতার করা হয় হাসনাতকে। এদিকে হাসনাত গ্রেফতার হওয়ার পর তার মা জানিয়েছেন, ছেলে সাহারানপুরের মাদ্রাসায় ভর্তি হয়েছিল। মালদার স্থানীয় মাদ্রাসা থেকে পড়াশোনা করার পর বর্ধমানের একটি মাদ্রাসায় ভর্তি হয় সে। তারপর যায় উত্তরপ্রদেশের সাহারানপুরে। তবে হাসনাত সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছে কিনা সেই বিষয়ে তাঁরা কিছুই জানতেন না বলে দাবি পরিবারের সদস্য থেকে শুরু করে গ্রামবাসীদের। 

আরও পড়ুনকয়েকটি ভিটামিনের ঘাটতিতেই টেনশন-অবসাদ হয়, জানুন

 

POST A COMMENT
Advertisement