Lucknow Murder : প্রেমিকার স্বামীকে খুন করাতে 'সুপারি' যুবকের, ভুল ব্যক্তিকে গুলি করল কিলার

প্রেমিকার বাবা ও স্বামী-কে খুন করার জন্য সুপারি কিলার ভাড়া করেছিল এক ব্যক্তি। আগাম ২ লাখ টাকা দিয়েওছিল। কিন্তু সেই সুপারি কিলার খুন করল অন্য এক ব্যক্তিকে। উত্তরপ্রদেশের লখনউয়ের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। 

Advertisement
প্রেমিকার স্বামীকে খুন করাতে 'সুপারি' যুবকের, ভুল ব্যক্তিকে গুলি করল কিলার  Lucknow Murder
হাইলাইটস
  • প্রেমিকার বাবা ও স্বামী-কে খুন করার জন্য সুপারি কিলার ভাড়া করেছিল এক ব্যক্তি
  • আগাম ২ লাখ টাকা দিয়েওছিল
  • কিন্তু সেই সুপারি কিলার খুন করল অন্য এক ব্যক্তিকে

প্রেমিকার বাবা ও স্বামী-কে খুন করার জন্য সুপারি কিলার ভাড়া করেছিল এক ব্যক্তি। আগাম ২ লাখ টাকা দিয়েওছিল। কিন্তু সেই সুপারি কিলার খুন করল অন্য এক ব্যক্তিকে। উত্তরপ্রদেশের লখনউয়ের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। 

মৃত ব্যক্তির নাম মহম্মদ রিজওয়ান। তাঁকে লখনউয়ের মাদেগঞ্জ এলাকায় গুলি করে খুন করা হয়। ঘটনায় এক আইনজীবী-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

তদন্তকারীরা জানিয়েছেন, এই ঘটনার মূল অভিযুক্ত আইনজীবী আফতাব আহমেদ। প্রেমিকার বাবা ও বরকে খুন করার উদ্দেশ্যে সে এক সুপারি কিলার ভাড়া করে। কিন্তু মহম্মদ রিজওয়ান নামে এক সুপারি কিলার ভুলবশত এক অটো চালককে খুন করে। 

ডিসিপি সেন্ট্রাল রবিনা ত্যাগী এই খুনের বিষয়ে বলেন, 'ঘটনার প্রধান অভিযুক্ত আফতাব আহমেদ। পেশায় আইনজীবী আফতাব এক বিবাহিত মেয়েকে ভালোবাসে। সেই মেয়েটির স্বামী ও বাবাকে খুনের পরিকল্পনা করে সে। সেই মোতাবেক সুপারি কিলার ভাড়া করে। কিন্তু সুপারি কিলার অন্য একজনকে হত্যা করে। ঘটনাস্থল থেকে বাইক, খুনে ব্যবহৃত অস্ত্র ও ফোন উদ্ধার করা হয়েছে।' 

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই সুপারি কিলারের নাম ইয়াসের। কিন্তু ভুল ব্যক্তিকে খুন করার জেরে ইয়াসের সঙ্গে আফতাবের ঝামেলা শুরু হয়। এই খুনের জন্য ইয়াসেরকে আফতাব প্রথমে ২ লাখ টাকা দিয়েছিল। পরে আরও টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু পরে সেই টাকা দিতে অস্বীকার করে আফতাব। 

পুলিশ জানিয়েছে, ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাদের কোর্টেও পেশ করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। 

POST A COMMENT
Advertisement