scorecardresearch
 

Murshidabad Murder: মুর্শিদাবাদে রক্তারক্তি, ভরা রাস্তায় প্রেমিকাকে কুপিয়ে খুন করল যুবক, ফিরল সুতপার স্মৃতি

মুর্শিদাবাদে প্রকাশ্য দিবালোকে খুন। ফোন করে ডেকে এনে প্রেমিকাকে কুপিয়ে খুন করল যুবক। শনিবার দৌলতাবাদ থানা এলাকার ঘটনায় স্থম্ভিত স্থানীয়রা। বছর দুই আগের সুতপা কাণ্ডের কথাও মনে করছেন অনেকে। সেবারও প্রেমের টানাপোড়েনে বান্ধবীকে রাস্তায় কুপিয়ে খুন করেছিল এক যুবক।

Advertisement
অভিযুক্ত মিঠু হোসেন অভিযুক্ত মিঠু হোসেন

মুর্শিদাবাদে প্রকাশ্য দিবালোকে খুন। ফোন করে ডেকে এনে প্রেমিকাকে কুপিয়ে খুন করল যুবক। শনিবার দৌলতাবাদ থানা এলাকার ঘটনায় স্থম্ভিত স্থানীয়রা। বছর দুই আগের সুতপা কাণ্ডের কথাও মনে করছেন অনেকে। সেবারও প্রেমের টানাপোড়েনে বান্ধবীকে রাস্তায় কুপিয়ে খুন করেছিল এক যুবক।

তখন ঘড়ির কাঁটায় সকাল সাড়ে দশটা হবে। দৌলতবাদের S.I অফিসের পিছনে ধারালো অস্ত্র নিয়ে অপেক্ষা করছিল অভিযুক্ত মানোয়ার হোসেন ওরফে 'মিঠু'। কিছুক্ষণ আগেই তার ফোন গিয়েছে পুরনো প্রেমিকা সাবিয়া খাতুনের কাছে। সেখানে তাঁকে এসে দেখা করতে বলেছিলেন।

কথা মতো সাবিয়া খাতুন ওরফে রুম্পা আরেক বান্ধবীর সঙ্গে সেখানে আসেন। আসার সঙ্গে সঙ্গেই দু'জনের মধ্যে বচসা শুরু হয়। অপর বান্ধবী যতই আটকানো চেষ্টা করেন, বচসা বাড়তেই থাকে। এরপর হঠাৎ ছুরি বের করে মিঠু সাবিয়ার উপর চড়াও হয় বলে অভিযোগ। একের পর এক এলোপাথাড়ি কোপ মারতে শুরু করে। আতঙ্কে চিৎকার করে থাকেন সাবিয়ার বন্ধবী। এসআই অফিসের পিছনের রাস্তা থেকে ছুটে গিয়ে স্থানীয়দের ডাকতে শুরু করেন তিনি।

রক্তে ভেসে যাচ্ছে রাস্তা...
তাঁর চিৎকার শুনে এলাকার মানুষ ছুটে আসে। দেখে রক্তে ভেসে যাচ্ছে রাস্তা। নিথর সাবিয়া খাতুন পড়ে রয়েছেন। মানোয়ার হোসেন ওরফে 'মিঠু' ছুটে পালিয়ে যাচ্ছে। ঘটনার খবর দৌলতাবাদ থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। দেহ ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এবারেই উচ্চমাধ্যমিক পাশ করেছিলেন, ভর্তি হচ্ছিলেন কলেজে
সাবিয়া খাতুনের বান্ধবীকে পুলিশ হেফাজতে রাখা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সাবিয়া খাতুন এবারে নিমতলা উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন। গতকাল লালবাগ কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিলআপও করেন। 

নিজেই আত্মসমর্পণ
এদিকে মানোয়ার হোসেন পেশায়  রাজমিস্ত্রির কাজ করে। মানোয়ার প্রেমিকা খুন করার পর প্রথমে নিজের বাড়ি যায়। তারপর নিজেই ফোন করে পুলিশকে ডেকে আত্মসমর্পণ করে। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে।

Advertisement

সন্দেহের বশে খুন
প্রাথমিক জেরায় অভিযুক্ত জানিয়েছে, সাবিয়ার সঙ্গে অন্য় কোনও যুবকের সম্পর্ক রয়েছে বলে তার সন্দেহ হচ্ছিল। সেই সন্দেহ থেকেই শুরু হয় ঝগড়া। তার জেরেই এই খুন। 

সুতপাকাণ্ডের ছায়া
মুর্শিদাবাদেরই ঘটনা। ২০২২ সালের ২ মে বহরমপুরের গোরাবাজার এলাকায় এভাবে রাস্তার মধ্যে কুপিয়ে খুন করা হয় কলেজ ছাত্রী সুতপা চৌধুরীকে। তাঁর মেসের সামনের রাস্তাতেই ছুরি নিয়ে তাঁর উপর চড়াও হয়েছিল প্রেমিক সুশান্ত চৌধুরী। স্থানীয়রা বাঁচাতে এগিয়ে এলে ভুয়ো আগ্নেয়াস্ত্র দেখিয়ে এলাকা থেকে চম্পট দেয় সুশান্ত। সেক্ষেত্রেও প্রেমের সম্পর্কের টানাপোড়েন থেকে খুন বলে জানা যায়। সুশান্ত চৌধুরীতে ২০২৩ সালে ফাঁসির সাজা ঘোষণা করে আদালত।

Advertisement