প্রেমের প্রস্তাবে না বলায় ভরা রাস্তায় গুলি কিশোরীকে, Viral CCTV ফুটেজ।Faridabad girl shot CCTV Footage: প্রেমের প্রস্তাবে না। সেই আক্রোশেই প্রকাশ্য রাস্তায়, দিনেদুপুরে কিশোরীকে গুলি করল এক ব্যক্তি। কিশোরীর বান্ধবীদের সামনেই গুলি চালায় যুবক। পুরো ঘটনাটাই ধরা পড়েছে রাস্তার পাশে লাগানো একটি সিসিটিভি ক্যামেরায়। সৌভাগ্যবশত অল্পের জন্য কিশোরী প্রাণে বেঁচে যায়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ফরিদাবাদের। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই ১৭ বছর বয়সী ওই কিশোরীকে ফলো করছিল ওই যুবক। কিশোরী কখন, কোথায় যায় সবই জানত। ঘটনার দিন বান্ধবীদের সঙ্গে একটি স্থানীয় লাইব্রেরিতে গিয়েছিলেন কিশোরী। প্রায়শই ওই সময়ই লাইব্রেরীতে পড়াশনো, বই নিতে যেতেন। সেটা ভাল করেই জানত যুবক। আর সেই কারণেই তার যাতায়াতের রাস্তায় আগে থেকে অপেক্ষা করছিল সে। রীতিমতো মোটরসাইকেল নিয়ে এসেছিল। বাইকের সিটে ব্যাগ রাখা। সেই ব্যাগেই বন্দুক লুকিয়ে রেখেছিল। এরপর সে কিশোরীকে তার বান্ধবীদের সঙ্গে আসতে দেখে। সুযোগ পেতেই ব্যাগ থেকে দেশি বন্দুক বের করে সরাসরি কিশোরীর দিকে তাক করে গুলি চালায়। 
দেখুন সেই CCTV ফুটেজ:
ঘটনার আকষ্মিকতায় কিশোরী আঁতকে ওঠে। এরপর প্রচণ্ড যন্ত্রণায় গুলির ক্ষত চেপে ধরে সে কোনওমতে হেঁটে ঘটনাস্থল থেকে পালায়। অন্যদিকে যুবকটি সঙ্গে সঙ্গে বাইকে চেপে তুমুল গতি তুলে পালিয়ে যায়। গুলিচালনার শব্দ ও চেঁচামেচি শুনে স্থানীয়রাও বাড়ি থেকে বেরিয়ে আসেন।
সৌভাগ্যবশত কিশোরীর গুলির আঘাত প্রাণঘাতি হয়নি। আর সেই কারণেই কোনওমতে সে ঘটনাস্থল থেকে পালিয়ে আসে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 
পুলিশের কাছে কিশোরী দাবি করেছে, বেশ কিছুদিন ধরেই ওই যুবক তাকে বিরক্ত করছিল। তাকে পাত্তা না দেওয়াতেই সে ক্ষিপ্র হয়ে ওঠে। এরপর গোপনে কিশোরীর সমস্ত গতিবিধি ফলো করতে শুরু করে। সে যে নিয়মিত এই রাস্তা দিয়ে লাইব্রেরি যায়, তা ভালভাবেই জানত আততায়ী।
হাসপাতালের বেডে শুয়ে কোনওমতে কিশোরী বলেন, 'আমি ওই ছেলেটিকে চিনি। ও অনেক দিন ধরেই আমাকে বিরক্ত করছিল।'
পুলিশ আধিকারিকরা জানান, মেয়েটিকে লক্ষ্য করে গুলি চালানোর পর, অভিযুক্ত ব্যক্তি বাইকে পালায়। কাছেই একটি স্থানে দেশি পিস্তলটি ফেলে দেয়। বাইক নিয়ে সে কোথায় চম্পট দিয়েছে, তা এখনও(প্রতিবেদন লেখার সময়) জানা যায়নি। তার খোঁজে বিশেষ টিম গঠন করে উঠেপড়ে লেগেছে পুলিশ। তবে হামলায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা গিয়েছে। আপাতত সিসিটিভি ফুটেজ কাজে লাগিয়েই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।