মুম্বইয়ের আরএ স্টুডিওমুম্বইয়ে ১৫-২০টি শিশুকে পণবন্দি করা হয়। পুলিশের তৎপরতায় ধরা পড়ল অপহরণকারী। এদিন মুম্বইয়ের পোয়াই আরএ স্টুডিওতে প্রায় শ' খানেক শিশু অডিশনের জন্য আসে। স্টুডিওর একতলায় অভিনয়ের ক্লাস হয়। ওই স্টুডিওতে কর্মরত রোহিত আর্যা নামে এক ব্যক্তি ১৫-২০টি শিশুকে বন্দি বানিয়ে নেয়। ভরদুপুরেই ঘটনাটি ঘটে।
স্টুডিওর কাচের ঘর থেকে শিশুদের হাত নাড়িয়ে সাহায্য চাওয়ার ভিডিও প্রকাশ্যে আসে। বাইরে থাকা বাবা-মায়েরা কান্নাকাটি শুরু করে দেন। আতঙ্কে বুক কেঁপে ওঠে অভিভাবকদের।
খবর অনুযায়ী, রোহিত গত চার-পাঁচ দিন ধরে এখানে অডিশন নিচ্ছিল। আজ, প্রথমে ৮০ জন শিশুকে যেতে দেয়। বাকিদের একটা ঘরে আটকে রাখে। জানালা দিয়ে শিশুদের উঁকি মারতে দেখা যায়। এরপর আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। আর স্টুডিও ঘিরে ফেলে পুলিশ। অভিযুক্তদের কী দাবি তা স্পষ্ট হয়নি। তবে অপহরণকারীকে গ্রেফতার করা হয়। শিশুদের উদ্ধার করে পুলিশ। তারা প্রত্যেকেই সুস্থ রয়েছে।
পুলিশ স্টুডিও ঘিরে রেখেছে
স্টুডিওর বাইরে হাই-অ্যালার্ট জারি করা হয়। পরে পুলিশ রোহিতকে আটক করে। শিশুদের নিরাপদে উদ্ধার করে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার পর, পুলিশ স্বস্তির নিঃশ্বাস ফেলে। এই ঘটনায় শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।