কলকাতার অভিজাত নিউটাউনে বাড়ির ভিতরে গৃহবধূর নলিকাটা দেহ উদ্ধার। খাটের নীচ থেকে উদ্ধার হয়েছে একটি বঁটি। খাটের উপর পড়ে ছিল তাঁর দেহ। সোমবার, ২৬ মে সন্ধেয় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নিউটাউন হাতিয়ারার নস্কর পাড়া এলাকায়। মৃতা গৃহবধূর নাম সুমন দেবী।
জানা গিয়েছে , নস্করপাড়ার ওই বাড়িতে স্বামী, ছোট সন্তান ও বয়স্ক শ্বশুরমশাইকে নিয়ে ভাড়ায় থাকতেন তিনি। মৃতার মামাও থাকতেন তাদের সঙ্গে।
জানা গেছে এদিন সন্ধেয় এক প্রতিবেশী তাঁকে ডাকতে এলে তাঁর অসুস্থ শ্বশুর মশাই জানান বউমা সুমন দেবী ঘরের ভিতরে রয়েছেন। সূত্রের খবর, ওই প্রতিবেশী দরজা খুলে ভিতরে ঢুকলে ঘরের মধ্যে খাটের উপর গলার নলিকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে ওই গৃহবধূকে।
এরপরই ইকোপার্ক থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় ইকোপার্ক থানার পুলিশ। আসে বিধাননগর পুলিশের এসিপি পদ মর্যাদার অফিসার। ঘটনার পর থেকে মৃতার মামা পলাতক। সন্দেহের তির মৃত গৃহবধুর মামার বিরুদ্ধেই। ঘটনার পর থেকে পলাতক ওই মামা। ঘটনাস্থল থেকে একটি বঁটি উদ্ধার করেছে পুলিশ। খুনের ঘটনার তদন্ত শুরু করেছে ইকোপার্ক থানার পুলিশ।