Murshidabad Bomb blast: কোচিং সেন্টারে তখন ৫০ জন পড়ুয়া, সেখানেই ফাটল বোমা; জখম ২ শিশু

ফের মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বোমা বিস্ফোরণ। জখম দুই নার্সারির শিশু। সামসেরগঞ্জের দেবীদাসপুরে বোমা বিস্ফোরণ হয়। যার জেরে জখম হয় দুই পড়ুয়া। বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

Advertisement
কোচিং সেন্টারে তখন ৫০ জন পড়ুয়া, সেখানেই ফাটল বোমা; জখম ২ শিশুমুর্শিদাবাদ বোমা বিস্ফোরণ

Murshidabad Bomb blast: ফের মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বোমা বিস্ফোরণ। জখম দুই নার্সারির শিশু। সামসেরগঞ্জের দেবীদাসপুরে বোমা বিস্ফোরণ হয়। যার জেরে জখম হয় দুই পড়ুয়া। বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

ইতিমধ্যেই জখম অবস্থায় শিশু দুই শিশুকে উদ্ধার করে অনুপনগর হাসাপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে সামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুরো ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, দুই পরিবারের ঝামেলার এক পর্যায়ে বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঠিক সেই সময় দুই নার্সারির পড়ুয়া স্থানীয় একটি বেসরকারি কোচিং সেন্টারে পড়তে যাচ্ছিল। তখন বোমের আঘাতে জখম দুই শিশু বলে জানা যায়।

কোচিং সেন্টারের এক কর্মী বলেন, "কোচিংয়ের পিছনে একটি বাড়িতে পরিবারগত ঝামেলা অশান্তি হচ্ছিল। সেইসময় বাড়ি ভাঙচুর হয়। ২ মিনিটের মধ্যে ক্লাস নাইন-টেনের ৫০টা বাচ্চাকে বের করি। দু'টো বাচ্চা রয়ে গিয়েছিল। তাদের গা, হাত, পা পুড়ে গেছে। ওরা হাসপাতালে চিকিৎসাধীন।"

গতকালও মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণ হয়। ঘটনাস্থল সেই সামশেরগঞ্জ। জানা গিয়েছে, বোমা ফেটে গুরুতর জখম হয় দুই কিশোর। তারা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। বিকেলে চশকাপুর এলাকায় একটি বাগানে খেলছিল তারা। জানা গেছে, সেই সময় বাগানে মজুত থাকা বোমায় পা দিয়ে ফেলে। বিস্ফোরণে জখম হয় দুই কিশোর।

POST A COMMENT
Advertisement