স্বামীকে খুনে অভিযুক্ত মুসকান রাস্তোগি সন্তানসম্ভবা। কিন্তু তাঁর গর্ভের সন্তানের বাবা কে? তাই নিয়ে উঠছে প্রশ্ন। সৌরভ রাজপুত হত্যা মামলার বাড়ল রহস্য। মুসকান বর্তমানে মিরাটের জেলা কারাগারে বন্দি। স্বাস্থ্য পরীক্ষায় তিনি গর্ভবতী বলে জানা গিয়েছে। মিরাটের প্রধান চিকিৎসা কর্মকর্তা (সিএমও) অশোক কাটারিয়া এমনটাই জানিয়েছেন।
মুসকান রস্তোগি তার প্রেমিক সাহিল শুক্লার সঙ্গে প্ল্যান করে স্বামী সৌরভ রাজপুতকে নির্মমভাবে হত্যা করে বলে অভিযোগ। খুনের পর, তারা সৌরভের দেহাংশ টুকরো টুকরো করে একটি ড্রামে ভরে উপর থেকে সিমেন্ট চাপা দিয়ে দেয়।ঘটনার পর, তারা হিমাচল প্রদেশে গিয়ে বিয়ে করে এবং হানিমুন পালন করেন। ফেরার পথে পুলিশ তাদের গ্রেফতার করে। ধীরে ধীরে সম্পূর্ণ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়। ঘটনার নৃশংসতায় শোরগোল পড়ে যায় দেশজুড়ে।
জেলে মুসকানের স্বাস্থ্যের অবনতি হয়। মহিলা চিকিৎসকদের টিম এসে মুসকানের স্বাস্থ্য পরীক্ষা করে। তারপরেই তাঁরা জানান যে মুসকান গর্ভবতী।
মুসকানের গর্ভধারণের খবরে হতবাক সৌরভের পরিবার। সৌরভের ভাই বাবলু রাজপুত বলেন, 'যদি মুসকানের গর্ভে থাকা সন্তান আমার ভাই সৌরভের হয়, তবে আমরা অবশ্যই তাকে পরিবারে নিয়ে আসব। তবে তার আগে ডিএনএ পরীক্ষা করে নিশ্চিত হতে হবে যে সন্তান সৌরভের, সাহিলের, নাকি অন্য কারও।'
বর্তমানে মুসকান এবং সাহিল মিরাট জেলা কারাগারে বন্দি। এদিকে বন্দিদশাতেও তারা একে অপরের সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছিল। কিন্তু তাদের বিয়ের প্রমাণ না থাকায় জেল প্রশাসন সেই অনুমতি দেয়নি। জেল আধিকারিকরা দানান, মুসকানের স্বাস্থ্যের উপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং তিনি বর্তমানে সুস্থ আছেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে, মেরঠের সিএমও অশোক কাটারিয়া বলেছেন, 'মুসকানের গর্ভধারণের বিষয়টি নিশ্চিত হয়েছে এবং আমরা তার স্বাস্থ্যের উপর নজর রাখছি। প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করা হবে।'
সোরভ রাজপুত মেরিন মার্চেন্ট নেভিতে কাজ করতেন। এবং পরে লন্ডনের একটি বেকারিতে কাজ শুরু করেন, ২০১৬ সালে মুসকান রস্তোগির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই হত্যাকাণ্ড এবং তার পরবর্তী ঘটনাবলী মেরঠ এবং সমগ্র দেশে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।