মাঝরাতে বাড়িতে দুষ্কৃতী হামলা। চুরি করতে বাধা দেওয়ায় মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে পালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহেরপুর থানার কামগাছি এলাকায়। অভিযোগ ওই এলাকার বাসিন্দা শংকরী শর্মার বাড়িতে মাঝরাতে চুরি করার উদ্দেশ্যে হামলা চালায় একদল দুষ্কৃতী। ঘরের আসবাবপত্র সহ সোনার গয়না লুটপাট করা শুরু করলে দুষ্কৃতীদের চিনতে পারেন ওই মহিলা। চিৎকার চেঁচামেচি করতেই দুষ্কৃতীরা ধারালো অস্ত্র বের করে মহিলার উপরে হামলা করেন।
এরপরই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তারপরই সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ছুটে আসে বাড়ির অন্যান্য সদস্য সহ এলাকার মানুষ।
এরপরই তড়িঘড়ি রানাঘাট মহাকুমার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি চোরেদের চুরি করতে বাধা দেওয়ায় আজকে এই পরিণতি হল। যাঁরা যাঁরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করুক পুলিশ।
বর্তমান সময়ে একাধিক চুরির ঘটনা ঘটলেও এই ধরনের মর্মান্তিক ঘটনা আজ পর্যন্ত ঘটেনি। সেখানেই উদ্বেগ বাড়ছে পুলিশ প্রশাসনের। যদিও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে।