Noida Murder Case : রিল বানানো ও পার্লার খুলতে চাওয়ায় নিকিকে জ্ব্যান্ত জ্বালিয়ে দেয় বিপিন? নয়ডাকাণ্ডে নয়া তথ্য

নয়ডায় গৃহবধূর হত্যাকাণ্ডে আরও চাঞ্চল্যকর তথ্য হাতে পেল পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। প্রাথমিক তদন্তে তদন্তকারীরা জানতে পেরেছেন, তাঁর বোন কাঞ্চনের সঙ্গে একটা বিউটি পার্লার চালাতে চেয়েছিলেন।

Advertisement
রিল বানানো ও পার্লার খুলতে চাওয়ায় নিকিকে জ্ব্যান্ত জ্বালিয়ে দেয় বিপিন? নয়ডাকাণ্ডে নয়া তথ্য  nikki
হাইলাইটস
  • নয়ডায় গৃহবধূর হত্যাকাণ্ডে আরও চাঞ্চল্যকর তথ্য হাতে পেল পুলিশ
  • এই ঘটনার তদন্তে নেমে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে

নয়ডায় গৃহবধূর হত্যাকাণ্ডে আরও চাঞ্চল্যকর তথ্য হাতে পেল পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। প্রাথমিক তদন্তে তদন্তকারীরা জানতে পেরেছেন, তাঁর বোন কাঞ্চনের সঙ্গে একটা বিউটি পার্লার চালাতে চেয়েছিলেন। সেটা নিয়ে রিলসও বানাতে চেয়েছিলেন। কিন্তু তাতে আপত্তি ছিল অভিযুক্ত বিপিনের। 

পুলিশ সূত্রে খবর, সেই বিউটি পার্লার চালানোর জন্য নিকি ও তাঁর বোন কাঞ্চন রিলস বানিয়ে তা আপলোড করেছিলেন। তবে তাতে আপত্তি জানিয়েছিলেন বিপিন ও কাঞ্চন। গত ফেব্রুয়ারি মাসের ১১ তারিখ এই নিয়ে বাড়িতে ঝামেলাও হয়। তার জেরে তাঁরা চলে যান বাপের বাড়ি। 

পারিবারিক অশান্তি মেটাতে ১৮ মার্চ বসানো হয় পঞ্চায়েত। সিদ্ধান্ত হয়, দুই বোন আর রিলস বানাতে পারবেন না। তাতে রাজি হয়ে যান তাঁরা। তারপর নিকি ও কাঞ্চন শ্বশুরবাড়িতে ফিরে যান। তারপর বেশ কিছুদিন রিলস বানানো থেকে নিজেদের বিরত রাখেন তাঁরা। ভিডিও আপলোড করা বন্ধ রাখা হয়। তখন সব ঠিকই ছিল। কিন্তু, পরে ফের রিলস বানাতে থাকেন তাঁরা। খুলে দেন পার্লারও।  ফলে ফের নতুন করে অশান্তি শুরু হয়। দুই বাড়ির মধ্যে অশান্তি দানা বাঁধে। 

পুলিশ সূত্রে দাবি, বৃহস্পতিবারও স্বামীর সঙ্গে নিকির ফের এই ইস্যুতেই ঝামেলা হয়। অভিযোগ,দুপুর সাড়ে তিনটে নাগাদ বোনের সঙ্গে মিলে পার্লার চালু করতে চান তিনি, সেকথা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। অভিযোগ, তখনই শ্বশুরবাড়ির লোকেরা তাঁর গায়ে আগুন ধরিয়ে দেয়। 

২০১৬ সালে বিপিন ভাটিকে বিয়ে করেন নিকি। একসঙ্গেই নিকির আর এক বোন কাঞ্চনের বিয়ে হয় বিপিনের আর এক ভাই রোহিতের সঙ্গে। মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই দুই বোনকে শ্বশুরবাড়িতে পণের জন্য চাপ দেওয়া শুরু হয়। 

নিকির মায়ের দাবি, বিয়েতে তাঁরা সাধ্যমতো স্কপপিও গাড়ি, ৩০ ভরি সোনা, মোটর সাইকেল দিয়েছিলেন। পরে ফের ১১ ভরি সোনা দেওয়া৩ হয়। তারপরও নির্যাতন থামেনি। রোহিত, বিপিনরা একটি মার্সিডিজ চেয়ে বসে। কিন্তু তা তাঁরা দিতে পারেননি। নিকি একটি পার্লার খুলেছিল। সেখান থেকে টাকাও চুরি করত বিপিন। 

Advertisement

নিকির পরিবার দোষীদের ফাঁসির সাজার দাবি করেছেন। তিনি বলেন, 'আমি চাই দোষীদের ফাঁসি হোক। ওদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা উচিত। সরকার কঠোর পদক্ষেপ করুক।'    
 

POST A COMMENT
Advertisement