অপরাধ বাগান থেকে কয়েকটা আম কুড়িয়েছিল কিশোর। যার মাশুল দিতে প্রাণ গেল ১৭ বছর বয়সী সুদীপ্ত পণ্ডিতের। বৃহস্পতিবার বিকেলে কাঁচরাপাড়ার একটি আমবাগানে ঢুকে আম কুড়াতে যায় বন্ধুরা। নৈহাটির শিবদাসপুরে অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার সময় একসঙ্গেই আম বাগানে ঢুকেছিল সবাই।
জানা গেছে, অনুষ্ঠান বাড়ি থেকে ফিরে বন্ধুদের সঙ্গে একটি আম বাগানে গাছের তলায় পড়ে থাকা আম কুড়াতে যায় ওই কিশোর। সেই বাগানে পাহারায় ছিল শেখ ফারহাদ মণ্ডল নামে এক ব্যক্তি। সুদীপ্তকে ধরে ফেলে বাগানের পাহারাদার। এরপর বেধড়ক মারধর শুরু হয়। সঙ্গে থাকা বন্ধুরা পালিয়ে যায়।
পাহারাদার এতই মারে যে গুরুতর জখম সুদীপ্তকে নৈহাটির এসজি হসপিটালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। বাগানের পাহারাদার ফারহাদকে গ্রেফতার করেছে শিবদাসপুর থানার পুলিশ। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।
এলাকার একজন জানান, "হয়তো ছেলেটি কোনও কারণে আম চুরি করছিল। সেটা পাহারাদার দেখে মেরেছে। রাতে সেই ছেলেটি মারা যায় বলে জানা নেই। যে কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।"
ঘটনার পরদিন সকালে উত্তেজিত জনতা অভিযুক্তের আমের গুদামে আগুন লাগিয়ে দেয়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করছেন গ্রামবসাীরা। ঘটনার পরে যাতে অশান্তি না ছড়ায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। আজ সকাল থেকে এলাকা থমথমে।