Kolkata Crime: স্ত্রীকে নিয়ে চিকিৎসা করাতে এসে গণধর্ষণের অভিযোগ! স্বামী-সহ ধৃত ৩

Crime in Kolkata: উত্তর কলকাতার (North Kolkata) কাশিপুর (Kashipur) থানা এলাকায় গণধর্ষণের অভিযোগে গ্রেফতার তিন অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, বিহার থেকে স্ত্রীকে নিয়ে কলকাতায় চিকিৎসা করাতে আসেন এক ব্যক্তি। ওই দম্পতি বিহারের নবদা জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে।

Advertisement
স্ত্রীকে নিয়ে চিকিৎসা করাতে এসে গণধর্ষণের অভিযোগ! স্বামী-সহ ধৃত ৩প্রতীকী ছবি
হাইলাইটস
  • উত্তর কলকাতার কাশিপুর থানা এলাকায় গণধর্ষণের অভিযোগে গ্রেফতার তিন অভিযুক্ত
  • পুলিশ সূত্রে খবর, বিহার থেকে স্ত্রীকে নিয়ে কলকাতায় চিকিৎসা করাতে আসেন এক ব্যক্তি
  • কিছুদিন আগেই স্ত্রীর চিকিৎসা করাতে বিহার থেকে কলকাতায় আসেন স্বামী-স্ত্রী দু'জনে

Crime in Kolkata: উত্তর কলকাতার (North Kolkata) কাশিপুর (Kashipur) থানা এলাকায় গণধর্ষণের অভিযোগে গ্রেফতার তিন অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, বিহার থেকে স্ত্রীকে নিয়ে কলকাতায় চিকিৎসা করাতে আসেন এক ব্যক্তি। ওই দম্পতি বিহারের নবদা জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। কিছুদিন আগেই স্ত্রীর (Wife) চিকিৎসা করাতে বিহার থেকে কলকাতায় আসেন স্বামী-স্ত্রী দু'জনে। 

কাশিপুর এলাকার এক আত্মীয়ের বাড়িতে উঠেছিলেন। অভিযোগ, গত বৃহস্পতিবার রাতে অতিরিক্ত মদ্যপান করে ওই মহিলার স্বামী (Husband) তার দুই বন্ধুকে ডেকে নিয়ে আসে। এরপর তিনজন মিলে ওই মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার সময় উপরতলায় থাকা আত্মীয়রা কিছুই টের পাননি বলে দাবি। 

পরদিন অর্থাৎ শুক্রবার কাশিপুর থানায় অভিযোগ দায়ের করেন নিগৃহীতা মহিলা। স্বামীসহ তাদের পূর্ব পরিচিত আরও দু'জনের বিরুদ্ধে গণধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন নিগৃহীতা গৃহবধূ। তাঁর অভিযোগের ভিত্তিতে গণধর্ষণ এবং ষড়যন্ত্রের মামলা রুজু করে তদন্ত শুরু করে কাশিপুর থানার পুলিশ। তদন্তে নেমেই তিন জন অভিযুক্তকে গ্রেফতার করে কাশিপুর থানার পুলিশ। আজ, শনিবার ধৃতদের শিয়ালদহ আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চেয়েছে পুলিশ।

POST A COMMENT
Advertisement