Purba Medinipur: দীর্ঘ ছুটি কাটিয়ে স্কুলে গিয়ে টিচাররা দেখলেন সব ফাইল চুরি, চন্দ্রকোণায় চাঞ্চল্য

প্রায় এক মাস ছুটি ছিল স্কুল। স্কুল খোলা হয়েছে পুজোর পর। মঙ্গলবার স্কুলে আসতেই ছাত্র-ছাত্রী, শিক্ষকরা বুঝতে পারলেন তালা ভাঙা। ভিতরে প্রবেশ করে দেখলেন সমস্ত কিছু লণ্ডভণ্ড অবস্থায় পড়ে আছে। চুরি গিয়েছে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ফাইল। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের। 

Advertisement
দীর্ঘ ছুটি কাটিয়ে স্কুলে গিয়ে টিচাররা দেখলেন সব ফাইল চুরি, চন্দ্রকোণায় চাঞ্চল্যলক্ষীপুর উচ্চ বিদ্যালয়

প্রায় এক মাস ছুটি ছিল স্কুল। স্কুল খোলা হয়েছে পুজোর পর। মঙ্গলবার স্কুলে আসতেই ছাত্র-ছাত্রী, শিক্ষকরা বুঝতে পারলেন তালা ভাঙা। ভিতরে প্রবেশ করে দেখলেন সমস্ত কিছু লণ্ডভণ্ড অবস্থায় পড়ে আছে। চুরি গিয়েছে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ফাইল। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের। 

পুজোর ছুটির সুযোগ নিয়ে স্কুল গেটের তালা ভেঙে, ভিতরে থাকা বেশ কয়েকটি আলমারির তালা ভেঙে চুরি হয় গুরুত্বপূর্ণ কিছু নথি। স্কুলের আলমারির ভিতর থাকা একটি ল্যাপটপ ভেঙে করার চেষ্টা করা হয়েছে। মঙ্গলবার স্কুল খুলতেই চক্ষু চড়ক গাছ! ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সমস্ত ঘটনা খতিয়ে দেখে। শুধু লক্ষীপুর উচ্চ বিদ্যালয়েই চুরি নয় পাশে থাকা লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয়েও একই ভাবে তান্ডব চালিয়েছে দুষ্কৃতীরা। প্রাথমিক বিদ্যালয় ও ভাঙচুর করা হয়েছে আলমারি।

স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ পাণ্ডে বলেন, "ছুটির পর স্কুল খুলতে গিয়ে দেখা যায় তালা ভাঙা, ভিতরে সব ছড়িয়েছিটিয়ে পড়ে আছে। সেখানে প্রচুর জিনিসপত্র ছিল। এর মধ্যে কোনটা খোয়া গিয়েছে এখনই সব পরিষ্কার নয়। তবে টাকা ছিল না। আলমারির ভিতরে গুরুত্বপূর্ণ ফাইল এর একটি ফাইলই পাওয়া যাচ্ছে না। সম্ভবত সেটি চুরি হয়েছে। আমরা পুলিশ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সব জানিয়েছি।"

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই ফাইলের খোঁজেই দুষ্কৃতীরা এই ঘটনা ঘটায়। ঘটনার পরে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। কোন কিছু চুরি করার উদ্দেশ্যে এসেছিল নাকি নথি নষ্ট করতে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

POST A COMMENT
Advertisement