অযোধ্যার রাম মন্দির ট্রাস্ট ও উত্তর প্রদেশের বেশ কয়েকজন জেলা শাসকের কাছে এল হুমকি ইমেল। যার জেরে জারি হয়েছে সতর্কর্তা। সোমবার রাতে এই ইমেল আসে। তাতে লেখা ছিল, 'মন্দিরের নিরাপত্তা বাড়ান।' বিষয়টির গুরুত্ব বিবেচনা করে অযোধ্যার সাইবার থানায় এফআইআর দায়ের হয়।
এই হুমকি মেইল আসার পর নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে একাধিক এজেন্সি। বরাবাঁকি, চান্দৌলির মতো জেলাগুলিকেও সতর্ক করা হয়েছে। কারণ ওই জেলার ডিএমদেরও মেইলের মাধ্যমে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই হুমকি মেইলগুলি তামিলনাড়ু থেকে পাঠানো হয়েছে। বর্তমানে অযোধ্যা, বরাবাঁকি, চান্দৌলি এবং অন্য সংশ্লিষ্ট জেলায় নিরাপত্তাও বাড়ানো হয়েছে। মোতায়েন করা হয়েছে পুলিশ। সাইবার বিশেষজ্ঞরাও তদন্তে নেমেছেন।
চান্দৌলি জেলা ম্যাজিস্ট্রেটের অফিসিয়াল আইডিতে মেইলটি পাঠিয়েছে তামিলনাড়ুর গোপাল স্বামী নামে এক ব্যক্তি। হুমকি আসার পরই পুলিশ বাহিনী ও বম্ব স্ক্যয়াড জেলাশাসক দফতরে গিয়ে তল্লাশি অভিযান চালায়। তবে তল্লাশিতে সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি।
চান্দৌলির জেলা শাসক নিখিল টি. ফান্ডে জানান, গোপাল স্বামী নামে ওই ব্যক্তি মেইলে জানিয়েছেন, তামিলনাড়ুতে কোনও একটা সমস্যা চলছে। সেই কারণে জেলাশাসক দফতর উড়িয়ে দেওয়া হবে।
ওই আধিকারিক বলেন, 'শুধু মেইলের বিষয়বস্তু পড়ে আমরা সতর্ক হয়ে যায়। দফতরে তল্লাশি অভিযান চলে। আমরা কোনও ঝুঁকি নিতে চাই না। তাই আগাম সতর্কতা অবলম্বন করা হয়। তবে কোনওকিছু মেলেনি।'
আলিগড় জেলা সদরেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ইমেইলের মাধ্যমে হুমকির পর পুলিশ প্রশাসন সতর্ক হয়। সেখানে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সেখানকার ডিএম জানান, হুমকি মেল পাওয়ার পর সতর্কতা নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে। সন্দেহজনক কিছু পেলে পদক্ষেপ করা হবে। পুলিশ তৈরি আছে।