scorecardresearch
 

Sandip Ghosh: আরজি কর হাসপাতালে কত দুর্নীতি? কলকাতায় ৪ ঠিকানায় তল্লাশি ED-র

RG Kar Case: জানা যাচ্ছে, কলকাতায় ৪টি ঠিকানায় তল্লাশি চালাচ্ছে ইডি। এর মধ্যে আরজি কর হাসপাতালে দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের দুটি ফ্ল্যাটেও তল্লাশি অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা।

Advertisement
সন্দীপ ঘোষ-- ফাইল ছবি সন্দীপ ঘোষ-- ফাইল ছবি
হাইলাইটস
  • সন্দীপ ঘোষের দুটি ফ্ল্যাটেও তল্লাশি অভিযান
  • হাওড়া, সোনারপুর ও হুগলিতে এই মামলায় তল্লাশি চালিয়েছিল ইডি
  • ইডি আটক করে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত প্রসূনকে

আরজি কর হাসপাতালে দুর্নীতির মামলায় এবার ব্যাপক সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED। যার নির্যাস আজ অর্থাত্‍ বৃহস্পতিবার সকাল থেকেই তল্লাশি অভিযানে নেমেছে ইডি। 

সন্দীপ ঘোষের দুটি ফ্ল্যাটেও তল্লাশি অভিযান

জানা যাচ্ছে, কলকাতায় ৪টি ঠিকানায় তল্লাশি চালাচ্ছে ইডি। এর মধ্যে আরজি কর হাসপাতালে দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের দুটি ফ্ল্যাটেও তল্লাশি অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। এছাড়া বাকি দুটি ঠিকানা হল, লেকটাউনে একটি মেডিক্যাল সাপ্লায়ারের অফিস ও টালা এলাকায় এক মেডিক্যাল সাপ্লাইয়ারের ভেন্ডরের বাড়ি।

আরও পড়ুন

হাওড়া, সোনারপুর ও হুগলিতে এই মামলায় তল্লাশি চালিয়েছিল ইডি

কয়েকদিন আগেই হাওড়া, সোনারপুর ও হুগলিতে এই মামলায় তল্লাশি চালিয়েছিল ইডি। আরজি কর হাসপাতালে ব্যাপক আর্থিক তছরুপের অভিযোগে সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছিল সিবিআই। সিবিআই-এর এফআইআর-এর ভিত্তিতে আর্থিক তছরুপের অভিযোগের তদন্ত শুরু করে ইডি-ও। 

ইডি আটক করে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত প্রসূনকে

গত ২ সেপ্টেম্বর সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছিল সিবিআই। আপাতত সন্দীপ ঘোষ বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে। বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন, ২০০২-এর আওতায় আরজি করে আর্থিক দুর্নীতির তদন্ত করছে ইডি। সেই তদন্তে গত শুক্রবার সন্দীপের বাড়ি-সহ বেশ কিছু জায়গায় তল্লাশি চালান ইডির আধিকারিকেরা।  হাওড়ায় তল্লাশি চলে বিপ্লব সিংহ এবং কৌশিক কোলের বাড়িতে। তল্লাশি চলে দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রামে প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও। তাঁর বাড়িতে প্রায় সাত ঘণ্টা তল্লাশি চালানোর পর ইডি আটক করে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত প্রসূনকে।

Advertisement