Krishnaganj Bank Theft: কৃষ্ণগঞ্জে SBI-এর গ্রাহক পরিষেবা কেন্দ্রের লকার ভেঙে প্রায় ৫ লাখ চুরি! বাংলাদেশি যোগ?

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সিএসপি শাখায় দুঃসাহসিক চুরির ঘটনা। খোয়া গেল চার লক্ষ টাকার বেশি নগদ।

Advertisement
কৃষ্ণগঞ্জে SBI-এর গ্রাহক পরিষেবা কেন্দ্রের লকার ভেঙে প্রায় ৫ লাখ চুরি! বাংলাদেশি যোগ?

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সিএসপি শাখায় দুঃসাহসিক চুরির ঘটনা। খোয়া গেল চার লক্ষ টাকার বেশি নগদ।

কৃষ্ণগঞ্জের শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের ঢিল ছোড়া দূরত্বে স্টেট ব্যাঙ্কের সিএসপি শাখা রয়েছে। শুক্রবার রাতে সেই সিএসপি শাখার গেটের তালা ভেঙে ও লকার ভেঙে চুরি হয়। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, চুরি গিয়েছে মোট ৪ লক্ষ ৭১ হাজার টাকা।

ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। শুধু সিএসপি শাখা নয়, ব্যাঙ্কের পাশের একটি দোকানের শাটার ভেঙেও চুরি হয়েছে বলে দাবি করেছেন সিএসপির মালিক।

বাংলাদেশি যোগের সম্ভাবনা?

কৃষ্ণগঞ্জ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। ফলে এই ঘটনায় বাংলাদেশি যোগ আছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

সম্প্রতি নদিয়ার বিভিন্ন থানা এলাকায় একের পর এক বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হচ্ছেন। দালাল চক্রের বিষয়ও সামনে আসছে। তাই তদন্তকারীরা এই চুরির পিছনে বাংলাদেশি যোগের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না।

এর আগেও কৃষ্ণগঞ্জে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। তবে এবার ব্যাঙ্কের একটি শাখায় চুরি হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

সংবাদদাতাঃ নীলয় ভট্টাচার্য

POST A COMMENT
Advertisement