Saif Ali Khan : সইফকাণ্ডে বাংলা যোগ! হামলাকারী শরিফুল সিমকার্ড তুলেছিল পশ্চিমবঙ্গ থেকেই

সইফকাণ্ডে বাংলা যোগ! অভিনেতা সইফ আলি খানের উপর হামলাকারী মহম্মদ শরিফুল ইসলাম ওরফে বিজয় দাসকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেল মুম্বই পুলিশ। শরিফুল পশ্চিমবঙ্গের এক বাসিন্দার আধার কার্ড ব্যবহার করে সিম তুলেছিল।

Advertisement
সইফকাণ্ডে বাংলা যোগ! হামলাকারী শরিফুল সিমকার্ড তুলেছিল পশ্চিমবঙ্গ থেকেই Saif Ali Khan
হাইলাইটস
  • সইফ আলি খানের উপর হামলাকারী বাংলাদেশের বাসিন্দা
  • ধৃত শরিফুল পশ্চিমবঙ্গে ছিল বেশ কয়েক মাস

সইফকাণ্ডে বাংলা যোগ! অভিনেতা সইফ আলি খানের উপর হামলাকারী মহম্মদ শরিফুল ইসলাম ওরফে বিজয় দাসকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেল মুম্বই পুলিশ। শরিফুল পশ্চিমবঙ্গের এক বাসিন্দার আধার কার্ড ব্যবহার করে সিম তুলেছিল। আর সেই সিমই সে ব্যবহার করত ফোনে। জানতে পেরেছেন গোয়েন্দারা। 

শরিফুলকে জেরা করে এবং তদন্তে নেমে মুম্বই পুলিশ জানতে পেরেছে, বাংলাদেশের বাসিন্দা শরিফুল সাতমাস আগে ভারতে আসে। সে পশ্চিমবঙ্গেও ছিল। এই রাজ্যের এক জনের আধার কার্ড ব্যবহার করে সিমকার্ড তোলে। 

পুলিশ জানিয়েছে, শরিফুল পশ্চিমবঙ্গে বেশ কয়েক সপ্তাহ ছিল। তারপর সেখান থেকে সিমকার্ড তুলে মুম্বই চলে যায় কাজ খুঁজতে। সেই থেকে সে মুম্বইয়ে থাকতে শুরু করে। 

গোয়েন্দারা জানতে পেরেছেন, শরিফুল পশ্চিমবঙ্গে নিজের নামে আধার কার্ড তৈরির চেষ্টা করেছিল। তবে পারেনি। সেজন্য খুকুমণি জাহাঙ্গির শেখ নামে একজন আত্মীয়ের আধার নিয়ে সিম কার্ড তোলে। শরিফুলের আর এক নাম ফকির। বাংলাদেশে তাঁর আত্মীয় বা প্রতিবেশীরা এই নামেই তাকে চেনে। 

পুলিশ কল রেকর্ড দেখে জানতে পেরেছে,সিম তোলার পর নিজের অনেক প্রতিবেশীকে একাধিকবার ফোন করে শরিফুল। তার নম্বর থেকে বাংলাদেশেও কল গেছে অনেকবার। 

প্রসঙ্গত, শরিফুল ইসলাম বাংলাদেশের ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউ‌নিয়‌নের রাজাবাড়িয়া গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরেই সে অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত। পরিবারের সঙ্গে তার কোনও যোগাযোগ নেই। একটি খুনের ঘটনায় নাম জড়িয়ে যাওয়ার পর বাংলাদেশ ছাড়ে শরিফুল। 
 

 

POST A COMMENT
Advertisement