Salt lake Drugs Recovered: সল্টলেকে (Salt Lake) বিলাসবহুল গাড়ি থেকে উদ্ধার ১২৫ কেজির মাদক (Drugs)। STF-এর জালে দম্পতি। সূত্রের খবর, ৩০ হাজার প্যাকেটের বেশি মাদক উদ্ধার হয়। এর দাম প্রায় কয়েক কোটি টাকা। তদন্তকারীরা জানিয়েছে, এগুলি শহরের অন্য জায়গাগুলিতে পাচার করার জন্য নিয়ে আসা হয়েছিল। কোথা থেকে এই বিপুল পরিমাণ মাদক আনা হয়েছে, পাচার হয়ে এসেছে, হদিশ খুঁজতে তদন্ত চালাচ্ছে রাজ্য পুলিশের STF।
দিন কয়েক আগে, ছাগলের খামারের আড়ালে মাদকের কারবারের হদিশ মেলে। ছাগল প্রতিপালনের নামে মাদকের কারবার চলার কথা জানতে পারে। গত বৃহস্পতিবার ভোরে সল্টলেকের ওই বাড়িতে হানা দেয় পুলিশ। গ্রেফতার করা হয় এক মহিলা-সহ দু'জনকে। উদ্ধার করা হয় ৫ কেজি মাদক। ধৃত মবিন খান এবং মেহতাব বেগম ছাগল পালনের ব্যবসা করতেন। ওই ব্যবসার আড়ালেই চলত মাদকের কারবার, বলে জানা যায়। রাজ্য পুলিশের STF-এর নার্কোটিক শাখা তাঁদের কাছে বিধাননগর দক্ষিণ থানা এলাকার, সল্টলেক সেক্টর ৪, ৫বি, নাওভাঙায় তল্লাশি অভিযান চালানো হয়।
আরও পড়ুন, ট্রেনে AC কামরার ভাড়া কমছে আজ থেকে, বড় সিদ্ধান্ত রেলের
খবর অনুযায়ী, মঙ্গলবার নওডাঙার ওই সেক্টরেই ফের অভিযান চালায় STF। তল্লাশি করতে গিয়ে দু'টি বিলাসবহুল গাড়ি মেলে। এই দুটি গাড়িতেই প্রচুর পরিমাণে মাদক মেলে। যার বাজার মূল্য কয়েক কোটি টাকা বলেই প্রাথমিকভাবে জানা যায়।
উল্লেখ্য, সংবাদমাধ্যম সূত্রে খবর, গত সোমবার কোটি টাকার মাদক উদ্ধার হয় মুর্শিদাবাদে। পাচারের আগেই চার মাদক কারবারিকে গ্রেফতার করে সামসেরগঞ্জ থানার পুলিশ ও STF। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রাবিজুল হাসান, তওবর শেখ, শেখ মতিবুর রহমান এবং সাহেব শেখ। রবিবার রাতে অভিযান চালানো হয়।