Ghola: ট্রলিতে সেলোটেপ জড়ানো দেহটি কার? কল্যাণী এক্সপ্রেসওয়ের ঘটনায় 'রহস্যভেদ'

কুমোরটুলির পর এবার ঘোলা। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে অ্যাপ ক্যাবে উদ্ধার হয় ট্রলি ব্যাগে ভরা দেহ। আকাশি রঙের ট্রলি ব্যাগে মুখ, হাত-পা সেলোটেপ জড়ানো দেহ। পুলিশ সূত্রে জানা যায়, মৃতের নাম ভাগারাম সিং। তিনি রাজস্থানের পালির বাসিন্দা। বড়বাজারে কাপড়ের ব্যবসা করতেন ভাগারাম। তাঁকে খুনের অভিযোগে ধৃত কৃষ্ণারাম সিং ও করণ সিং।

Advertisement
ট্রলিতে সেলোটেপ জড়ানো দেহটি কার? কল্যাণী এক্সপ্রেসওয়ের ঘটনায় 'রহস্যভেদ'ঘোলায় ট্রলিতে সেলোটেপ জড়ানো দেহ উদ্ধার

কুমোরটুলির পর এবার ঘোলা। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে অ্যাপ ক্যাবে উদ্ধার হয় ট্রলি ব্যাগে ভরা দেহ। আকাশি রঙের ট্রলি ব্যাগে মুখ, হাত-পা সেলোটেপ জড়ানো দেহ। পুলিশ সূত্রে জানা যায়, মৃতের নাম ভাগারাম সিং। তিনি রাজস্থানের পালির বাসিন্দা। বড়বাজারে কাপড়ের ব্যবসা করতেন ভাগারাম। তাঁকে খুনের অভিযোগে ধৃত কৃষ্ণারাম সিং ও করণ সিং।

দেহ উদ্ধারের কয়েক ঘণ্টার মধ্যে খুনের কিনারা করে পুলিশ। মৃতের ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে মুক্তারামবাবু বাবু স্ট্রিট থেকে করণ সিং নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তার আগে কৃষ্ণারাম সিং নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। 

গলার নলি কেটে শ্বাসরোধ করে খুন করা হয় বলে প্রাথমিকভাবে জানায় পুলিশ। দাবি, খুনির কাছে ৮ লক্ষ টাকা ধার ছিল ভাগারামের। সেই টাকা না পাওয়াতেই খুন করে থাকতে পারে। এছাড়া অন্য কোনও কারণ আছে কিনা তদন্ত করবে পুলিশ। গ্রেফতার করা দু'জনের দেহ জলে ভাসিয়ে রাজস্থান পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। মুক্তারামবাবু স্ট্রিটে খুন করে দিনভর ব্যবসার কাজ করে খুনি। এরপর রাতে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে ধৃতেরা। চালকের তৎপরতায় উদ্ধার হয় দেহ।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত ৯টা ১৫ মিনিট নাগাদ দমদম নাগেরবাজার এলাকা থেকে দুই যুবক অ্যাপ থেকে ক্যাব বুক করে। ক্যাবের চালক সূত্রে খবর, অভিযুক্তরা একটি ট্রলি ব্যাগ ও বস্তা নিয়ে গাড়িতে ওঠে। এরপর নিমতা দিয়ে মুড়াগাছা ব্রিজ হয়ে ঘোলা মহিষপোতার কাছে কল্যাণী এক্সপ্রেসের ধারে অন্ধকার জায়গায় গাড়ি দাঁড় করিয়ে দেয় দুই যুবক। গাড়ি থেকে ট্রলি ব্যাগটি নামায়।

ট্রলি ব্যাগটি প্রচণ্ড ভারী থাকায় সন্দেহ হয় চালকের। তিনি প্রশ্ন করেন, ট্রলি ব্যাগে কী রয়েছে? এছাড়াও, ফাঁকা রাস্তায় কেন নামতে চাইছেন? তাও জানতে চান। এরপর ক্যাব চালকের সঙ্গে কথা কাটাকাটি হয়। সেই সময় ঘোলা থানার পুলিশের পেট্রোল ভ্যান এসে পড়ে। পুলিশ ঝামেলা থামাতে গেলে এক যুবক পালিয়ে যায়। অন্যজনকে ধরে ফেলে পুলিশ।

Advertisement

ক্যাব চালক জানান, "কুর্তি আছে বলে জানিয়েছিল দুই যুবক। আমি বলি কুর্তি তো এত ভারী হয় না। ক'দিন আগে একটা ঘটনা ঘটল মধ্যমগ্রামে, সেটা মাথায় ছিল। ওরা আমাকে ভাড়া দিয়ে দেয়। ড্রপ লোকেশন এখানকার দেয়। নাগেরবাজার থেকে পিকআপ লোকেশন ছিল। তবে ট্রলি এত ভারী হওয়ায় আমার সন্দেহ হয়। তারপর পুলিশ এসে ট্রলি ব্যাগ খোলে।" 

খুনি দিনে খুন করে ব্যাগে ভরে তারপর রাতে তা ফেলতে আসে বলে অভিযোগ। গ্রেফতার করণ সিং দাবি করে বলেন, "ফ্যাক্টরি থেকে বন্ধু আসবে, তার থেকে পার্সেল আনতে হবে বলে দাবি করে কৃষ্ণারাম সিং। আমায় ফোন করেছিল এসেছিলাম। ট্রলি খোলার পর দেখলাম দেহ রয়েছে। ব্যাগ আমার না, কৃষ্ণারামের। আমাকে আসতে বলেছিল বলে গেছি।"

কিছুদিন আগেই একটি হাড়হিম করা ঘটনা ঘটে কুমোরটুলিতে। মধ্যমগ্রামে পিসি শাশুড়িকে খুন করে ট্রলি ব্যাগে ভরে মধ্যমগ্রাম থেকে কুমোরটুলি নিয়ে যায়। এই ঘটনা ব্যাপক শোরগোল ফেলে। 

POST A COMMENT
Advertisement