CBI MES Official: সেনার টেন্ডার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিতে ঘুষ নেওয়ার অভিযোগ, গ্রেফতার সরকারি আধিকারিক

সেনার কাজে অনলাইনে বরাত পাইয়ে দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগে তোলপাড় শিলিগুড়ি। বৃহস্পতিবার, ৩ এপ্রিল বিকেল থেকে শুক্রবার, ৪ এপ্রিল ভোর পর্যন্ত শিলিগুড়িতে চলে সিবিআই-এর তল্লাশি অভিযান।

Advertisement
সেনার টেন্ডার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিতে ঘুষ নেওয়ার অভিযোগ, গ্রেফতার সরকারি আধিকারিক

সেনার কাজে অনলাইনে বরাত পাইয়ে দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগে তোলপাড় শিলিগুড়ি। বৃহস্পতিবার, ৩ এপ্রিল বিকেল থেকে শুক্রবার, ৪ এপ্রিল ভোর পর্যন্ত শিলিগুড়িতে চলে সিবিআই-এর তল্লাশি অভিযান।

শিলিগুড়ির হাকিমপাড়া, ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অসীম কুণ্ডু মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস (MES)-এর কাজের জন্য গভর্মেন্ট ই-কমার্স মার্কেটপ্লেস (GeM)-এর মাধ্যমে অনলাইনে আবেদন করেন। অভিযোগ, তাঁকে কাজ পাইয়ে দিতে ঘুষ নেন সিকিমে কর্মরত MES আধিকারিক মিথিলেশ কুমার। এই তথ্যের ভিত্তিতে সিবিআই শুরু করে তদন্ত।

বৃহস্পতিবার বিকেলে বর্ধমান রোড এলাকায় ফাঁদ পাতেন সিবিআই আধিকারিকরা। অভিযোগ, বিকেলে ঘুষের টাকা হাতবদলের সময়ই মিথিলেশ কুমারকে হাতে নাতে ধরে ফেলেন তদন্তকারীরা।

সেনার মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসের আধিকারিক মিথিলেশ কুমার এবং অসীম কুণ্ডুকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অসীম কুণ্ডুর বাড়িতে পৌঁছায় সিবিআই-এর একটি বিশেষ দল।

প্রায় ১২ ঘণ্টা ধরে চলে তল্লাশি অভিযান। অভিযানে দিল্লি ও কলকাতা থেকে আসেন সিবিআই-এর বিশেষ তদন্তকারী আধিকারিকরা। অসীম কুণ্ডুর বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করে সিবিআই।

এই ঘুষ কাণ্ডে অসীম কুণ্ডুর ভাইপোর নামও উঠে এসেছে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, তাঁকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

অসীম কুণ্ডুকে গ্রেফতারের পর তাঁকে শিলিগুড়ি সংলগ্ন NHPC'র একটি বাংলোতে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য।

অন্যদিকে, শিলিগুড়ির পাকুড়তলা মোড় সংলগ্ন এলাকায়ও অভিযান চালায় সিবিআই-এর অন্য একটি দল। এলাকায় একটি বহুতলের সামনে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে দেখা যায় তাদের।

শুক্রবার সকাল থেকেও ফের তল্লাশি অভিযানে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এই ঘটনায় শিলিগুড়িতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সেনার কাজ নিয়ে অনলাইন বরাতের আড়ালে ঘুষকাণ্ড সামনে আসায় প্রশাসনিক মহলেও ব্যাপক চর্চা শুরু হয়েছে।

সংবাদদাতাঃ উৎপল পোদ্দার

POST A COMMENT
Advertisement