Siliguri Crime News: শিলিগুড়িতে ছেলের বিরুদ্ধে মাকে খুনের অভিযোগ, সম্পত্তি নিয়ে অশান্তির জের?

Siliguri Crime News: শিলিগুড়ি পুরনিগমের ২০ নম্বর ওয়ার্ডের দুর্গাদাস কলোনিতে হাড় হিম করা ঘটনা। পারিবারিক অশান্তির জেরে নিজের মাকেই খুন করল ছেলে। মৃতার নাম মঞ্জু মহন্ত(৬১)। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement
শিলিগুড়িতে ছেলের বিরুদ্ধে মাকে খুনের অভিযোগ, সম্পত্তি নিয়ে অশান্তির জের?ছেলের বিরুদ্ধে মাকে খুনের অভিযোগ।

Siliguri Crime News: শিলিগুড়ি পুরনিগমের ২০ নম্বর ওয়ার্ডের দুর্গাদাস কলোনিতে হাড় হিম করা ঘটনা। সম্পত্তি নিয়ে অশান্তির জেরে নিজের মাকেই খুন করল ছেলে। মৃতার নাম মঞ্জু মহন্ত(৬১)। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে মা ও মেজো ছেলের মধ্যে বিবাদ চলছিল। মানসিক ভারসাম্যহীন মায়ের উপর ছেলের অত্যাচারের অভিযোগ ছিল আগেও। স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত ছেলে শ্রীকৃষ্ণ মহন্ত এর আগেও একাধিকবার তার মাকে মারধর করেছিল এবং নিজের নামে বাড়ি ও সম্পত্তি লিখিয়ে নেওয়ার চেষ্টা করেছিল।

শুক্রবার ফের একবার বাড়িতে ঝগড়া বাধে। সেই সময় রাগের মাথায় শ্রীকৃষ্ণ তার মাকে তার দিয়ে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা বিষয়টি বুঝতে পেরে দ্রুত শিলিগুড়ি থানায় খবর দেন।

খবর পেয়েই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। সেই সঙ্গে অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, শনিবার ধৃত শ্রীকৃষ্ণ মহন্তকে আদালতে পেশ করা হচ্ছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এই নৃশংস ঘটনার পর দুর্গাদাস কলোনি এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের মতে, সম্পত্তি সংক্রান্ত ঝামেলার কারণে এমন ঘটনা ঘটতে পারে। তবে পুলিশের পক্ষ থেকে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এর মাত্র ২ দিন আগেও শিলিগুড়িতে একটি খুনের ঘটনা প্রকাশ্যে এসেছিল। শিলিগুড়ি পুরনিগমের এক নম্বর ওয়ার্ডে ছেলের হাতে খুন হন মা। তার মাত্র দু'দিনের মাথায় ফের একই ধরনের ঘটনা পুলিশ সূত্রে।

POST A COMMENT
Advertisement