Namkhana Murder: নামখানায় সন্তানকে গলা টিপে খুন করল মা, পরকীয়া দেখে ফেলার শাস্তি?

পরকীয়ায় বাধা হয়ে দাঁড়ানোয় নাবালক ছেলেকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নামখানার উত্তর চন্দনপিঁড়িতে। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ওই মহিলাকে।

Advertisement
পরকীয়া? নামখানায় সন্তানকে গলা টিপে মারল মাপ্রতীকী ছবি

পরকীয়ায় বাধা হয়ে দাঁড়ানোয় নাবালক ছেলেকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নামখানার উত্তর চন্দনপিঁড়িতে। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ওই মহিলাকে।

এই ঘটনায় মৃত্যু হয়েছে ১৩ বছরের মইদুলতুল্লার। গ্রেফতার করা হয়েছে  মা মনিরা বিবিকে। ধৃতের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে আজ কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরার স্বামী এজাহারতুল্লা পরিযায়ী শ্রমিক। গত চারদিন আগে কাজের সূত্রে তিনি ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন। বাড়িতে দুই সন্তানকে নিয়ে থাকতেন মনিরা। মঙ্গলবার রাতে প্রতিবেশী যুবক হানিফ শেখের সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন মনিরা। দু’‌জনের ঘনিষ্ঠ মুহূর্ত দেখে ফেলে ছেলে। তারপর থেকে ছেলেকে মুখ বন্ধ রাখার জন্য চাপ দিতে থাকে মনিরা ও প্রেমিক হানিফ। বুধবার যথারীতি স্কুলে যায় মইদুলতুল্লা। স্কুল থেকে বাড়ি ফেরার পর ছেলেকে মারধর করে মনিরা। এরপর শ্বাসরোধ করে ছেলেকে মনিরা খুন করে বলে অভিযোগ।

 পরে দড়ি দিয়ে মইদুলতুল্লার দেহ ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ছেলে আত্মঘাতী হয়েছে বলে প্রতিবেশীদের জানায় মনিরা। কিন্তু ১৩ বছরের ছেলে এমন ঘটনা ঘটাতে পারে এই নিয়ে এলাকার মানুষের সন্দেহ বাড়ে। তখনই মনিরাকে আটকে রেখে মারধর শুরু করে প্রতিবেশীরা। চাপের মুখে ছেলেকে খুনের কথা স্বীকার করে নেয় মা মনিরা। নামখানা থানার পুলিশ এসে মনিরাকে গ্রেফতার করে। আজ কাকদ্বীপ মর্গে নিহত কিশোরের দেহের ময়নাতদন্ত হবে।

POST A COMMENT
Advertisement