Tarapith News: তারাপীঠের ওই লজে কী চলে? স্থানীয়দের গা ঘিন ঘিন করে, পুলিশ গিয়ে দেখল...

তারাপীঠের মতো তীর্থস্থানেও রমরমিয়ে মধুচক্র। লজের আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল অসামাজিক কার্যকলাপ। শেষমেশ স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে ধরল পুলিশ।

Advertisement
তারাপীঠের ওই লজে কী চলে? স্থানীয়দের গা ঘিন ঘিন করে, পুলিশ গিয়ে দেখল...তারাপীঠের লজে অভিযান চালিয়ে ২ জনকে আটক পুলিশের।

তারাপীঠের মতো তীর্থস্থানেও রমরমিয়ে মধুচক্র। লজের আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল অসামাজিক কার্যকলাপ। শেষমেশ স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে ধরল পুলিশ। আটক করা হয়েছে লজ মালিক গৌতম নস্কর ও এক মহিলাকে। 

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তারাপীঠের মুণ্ডমালিনী তলার ওই লজে অসামাজিক কার্যকলাপ চলছিল। এরপরেই তাঁরা পুলিশের দ্বারস্থ হন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই বুধবার রাতে অভিযান চালায় তারাপীঠ থানার পুলিশ। অভিযানে প্রাথমিক প্রমাণ পাওয়ার পরেই লজ মালিক ও ওই মহিলাকে আটক করা হয়।

স্থানীয়দের মতে, তারাপীঠে এই ধরনের কার্যকলাপে এই স্থানের ধর্মীয় মাহাত্ম্য নষ্ট হচ্ছে। প্রশাসনের কাছে তাঁদের দাবি, এমন বেআইনি নোংরা কাজ যাতে ভবিষ্যতে না ঘটে, তার জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করা হোক।

রামপুরহাট মহকুমা আদালতের সরকারি আইনজীবী সৈকত হাটি জানান, ধৃত গৌতম নস্করকে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।

সংবাদদাতা- শান্তনু হাজরা

POST A COMMENT
Advertisement