নিহত যুবতী ও তাঁর প্রাক্তন প্রেমিক প্রেমিকা নিখোঁজ হয়েছে, এই মর্মে আমেরিকার থানায় অভিযোগ দায়ের করেছিলেন অর্জুন শর্মা নামে এক যুবক। তবে পুলিশের সন্দেহ হয়। তদন্তে নেমে পুলিশ কার্যত নিশ্চিত হয়ে যায়, অর্জুনই খুন করেছে নিকিতা নামের ওই যুবতীকে। সূত্রের খবর, এরপর তামিলনাড়ু থেকে গ্রেফতার করা হয় অর্জুনকে।
আমেরিকার মেরিল্যান্ডের বাসিন্দা ভারতীয় তরুণী নিকিতা গোডিসালা (২৮)। তিনি থাকতেন হাওয়ার্ড কাউন্টির এলিকট সিটি এলাকায়। তবে প্রাক্তন প্রেমিক অর্জুন শর্মার ফ্ল্যাটে সেই দেহ উদ্ধার হয়।
এদিকে অর্জুন স্থানীয় থানায় যান। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন, নিকিতাকে তিনি খুঁজে পাচ্ছেন না। তাঁর সঙ্গে নাকি নতুন বছরের প্রথম দিনই রাতে দেখা হয়েছিল। পুলিশ নিখোঁজ ডায়েরি করে। এরপর শুরু হয় তদন্ত।
এদিকে অভিযোগ দায়েরের পরই আমেরিকা ছেড়ে পরদিনই ভারতে চলে আসেন অর্জুন। তাতে সন্দেহ আরও দানা বাঁধে। তারপর দেহও উদ্ধার হয় অর্জুনের ফ্ল্যাট থেকে। পুলিশ জানিয়েছে, নিকিতা নামে ওই যুবতীর দেহে একাধিক ক্ষত ছিল। ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে পুলিশ নিশ্চিত হয়, অর্জুনই খুনি।
এরপরই হাওয়ার্ড কাউন্টি পুলিশ অর্জুনের বিরুদ্ধে প্রথম ডিগ্রি এবং দ্বিতীয় ডিগ্রি হত্যার অভিযোগ আনে। জারি করা হয় গ্রেফতারি পরোয়ানাও। তবে এই খুনের পিছনে কী কারণ তা এখনও পরিষ্কার নয়।
আমেরিকার পুলিশের কাছে খবর যায়, তামিলনাড়ুতে পালিয়ে এসেছে অর্জুন। তাঁকে পাকড়াও করতে ভারতীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে তারা। সেখান থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তবে এখনও অর্জুনের প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন হয়নি।
ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা নিকিতা গোডিসালার পরিবারের সঙ্গে যোগাযোগ করছে এবং সম্ভাব্য সকল সহায়তা দেওয়া হবে তাঁদের। এক বিবৃতিতে বলা হয়েছে, 'দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গেও বিষয়টি নিয়ে যোগাযোগ রাখছে।'