নদিয়ার কুলগাছি গ্রামে নবজাতক ও ছ'জন মহিলা সহ ১০ বাংলাদেশি নাগরিক গ্রেফতার। সীমান্ত পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট সোমনাথ ঝা-এর মতে, সীমান্ত এলাকায় নিয়মিত নজরদারি অভিযানের সময় রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত ধানতলা পুলিশ গ্রেফতার করেছে।
অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টার সময় তাঁদের আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, বাংলাদেশি নাগরিকেরা প্রায় এক বছর আগে একজন ভারতীয় দালালের সহায়তায় অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিলেন। তখন থেকেই গুজরাতে বসবাস করছিলেন।
ডেপুটি সুপারিনটেনডেন্ট আরও বলেন, তাঁরা সম্প্রতি বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য ধানতলায় ফিরে এসেছিলেন। বিদেশী আইন এবং অন্যান্য প্রযোজ্য আইনের প্রাসঙ্গিক ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সকল অভিযুক্তকে রানাঘাট আদালতে হাজির করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশে সহায়তা করার সঙ্গে দালাল এবং তার সহযোগীদের খুঁজে বের করে গ্রেফতারের চেষ্টা চলছে।
এই এলাকায় এই ধরনের ঘটনা এই প্রথম নয়। গত ৯ মে, ধানতলা পুলিশ ১৬ জন বাংলাদেশি নাগরিক সাত নবজাতক সহ বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করার সময় গ্রেফতার হয়েছিল।
চলতি মাসেই আহমেদাবাদের চান্দোলা হ্রদে আহমেদাবাদ পৌর কর্পোরেশনের বুলডোজার অভিযান চালায়। যেখানে পুকুর পারের জমিতে তৈরি অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়। হাজারেরও অবৈধ নির্মাণ ভাঙা হয়। পুলিশ ৮৯০ জনকে আটক করে। যাদের মধ্যে ১৫০ জন বাংলাদেশিকে চিহ্নিত করা হয়।