Bomb Recovered: কেষ্টর গড়ে ১ ড্রাম তাজা বোমা উদ্ধার, বীরভূমে ব্যাপক চাঞ্চল্য

কেষ্টর গড় বীরভূমে বোমা উদ্ধার হওয়া নতুন কিছু নয়। তবে ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে নতুন করে যেভাবে বোমা উদ্ধার হচ্ছে তাতে চাঞ্চল্য ছড়াচ্ছে। এই নিয়ে বিরোধীদের তরফে বারবার কটাক্ষও করা হচ্ছে। এই সবের মাঝে বীরভূমের  দুবরাজপুরে ১ ড্রাম তাজা বোমা উদ্ধার করল পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।   

Advertisement
কেষ্টর গড়ে ১ ড্রাম তাজা বোমা উদ্ধার, বীরভূমে ব্যাপক চাঞ্চল্য প্রতীকী ছবি

কেষ্টর গড় বীরভূমে বোমা উদ্ধার হওয়া নতুন কিছু নয়। তবে ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে নতুন করে যেভাবে বোমা উদ্ধার হচ্ছে তাতে চাঞ্চল্য ছড়াচ্ছে। এই নিয়ে বিরোধীদের তরফে বারবার কটাক্ষও করা হচ্ছে। এই সবের মাঝে বীরভূমের  দুবরাজপুরে ১ ড্রাম তাজা বোমা উদ্ধার করল পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।   

খয়রাশোল ব্লকের কাঁকড়তলা থানার জামালপুর গ্রামে একটা ইটভাটার পাশে থাকা পুকুর পাড়ের ঝোপ থেকে এই বোমা উদ্ধার হয়েছে। প্লাস্টিকের বালতিতে দশটা তাজা বোমা ও প্রায় এক কিলো বোমা তৈরির মশলা উদ্ধার করে কাঁকড়তলা থানার পুলিশ। কে বা কারা এবং কী উদ্দেশ্যে বোমা ও বোমা তৈরির মশলা এখানে মজুদ করল তা খতিয়ে দেখছে পুলিশ। সিআইডি, বোম ডিসপোজাল টিম গিয়ে বোমা ও বোমা তৈরির মশলা নিষ্ক্রিয় করা হয়।

কাঁকড়তলা থানা পুলিশ ১০টি তাজা বোমা উদ্ধার করে। মেলে ১ কিলো বোমা তৈরির মশলাও। বোমা গুলি নিষ্ক্রিয় করা হয়। কিছুদিন আগে এই এলাকায় অশান্তি হয়। প্রচুর বোমা পড়ে। এরপর থেকেই পুলিশি তল্লাশি চলছিল। তারপরই ১০টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। কে বা কারা বোমা তৈরি করছিল সেই তদন্তও করছে পুলিশ। 

সপ্তাহ দুয়েক আগে বীরভূমের দুবরাজপুরে দুটি জেরিকেন ভর্তি ৬০ টি তাজা বোমা উদ্ধার হয়। দুবরাজপুর থানার যশপুর গ্রাম পঞ্চায়েতের ধ-গ্রামে শাল নদীর ধারে চাষ জমির আলের পাশে দুটি জেরিকেন ভর্তি প্রচুর তাজা বোমা উদ্ধার হয়।

POST A COMMENT
Advertisement