Basirhat: গলা কাটা-আধ পোড়া-হাত পা বাঁধা, স্বরূপনগরে তরুণীর দেহের মুখ ঝলসানো পরিকল্পিত? রহস্য

গোবিন্দপুর গ্রামটি ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া। পুলিশের অনুমান, দেহ যাতে শনাক্ত না করা যায়, তাই মুখে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা। 

Advertisement
স্বরূপনগরে তরুণীর দেহের মুখ ঝলসানো পরিকল্পিত? রহস্যনিজস্ব চিত্র

আধ পোড়া দেহ। হাত-পা বাঁধা। মুখটাও পুড়িয়ে দেওয়া হয়েছে। গলা কাটা। মাঠে তরুণীর আধপোড়া দেহ উদ্ধার বসিরহাটের স্বরূপনগরে গোবিন্দপুর এলাকায়। দেহটি উদ্ধার করে বসিরহাটে জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। গোবিন্দপুর গ্রামটি ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া। পুলিশের অনুমান, দেহ যাতে শনাক্ত না করা যায়, তাই মুখে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা। 

ঠিক কী ঘটেছে?

আজ অর্থাত্‍ মঙ্গলবার অজ্ঞাত পরিচয় এক তরুণীর গলা কাটা, আধপোড়া দেহটি দেখত পান গ্রামবাসীরা। রাহান মণ্ডল নামে গ্রামবাসীর কথায়, 'আমার মা সকালে মাঠে গিয়েছিল। দেহ পড়ে থাকতে দেখে ভয় পেয়ে বাড়িতে চলে আসে। বাড়ি ফিরে সবটা জানায়।' অনেকের দাবি, ওই তরুণী বাংলাদেশিও হতে পারেন। কারণ, গোবিন্দপুর গ্রামটি একবারেই সীমান্তলাগোয়া। তরুণীকে খুনের আগে ধর্ষণ করা হয়েছে, তাও তদন্ত করে দেখছে পুলিশ। তরুণীর বয়স আনুমানিক ১৯ থেকে ২০ বছর। মৃতদেহের পাশ থেকে ব্যাগ এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

কয়েক দিন আগেই উত্তর ২৪ পরগনার শ্যামনগরের এক গৃহবধূর পচাগলা দেহ উদ্ধার হয় পূর্ব মেদিনীপুরের রামনগর এলাকায়। মৃতার নাম সুপ্রিয়া ঘোষ। জানা গিয়েছে, ওই মহিলার বাড়ি শ্যামনগর নিমতলা ঘাট রোড এলাকায়। সেখানে একটি আবাসনের দিদির সঙ্গে থাকতেন তিনি। গত ১৬ সেপ্টেম্বর নিজের বাড়ি থেকে বেরিয়ে যান সুপ্রিয়া। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। 

সপ্তাহ দুই আগে মন্দারমণির সমুদ্র সৈকত থেকে মহিলার বিবস্ত্র দেহ উদ্ধার হয়। মন্দারমণি কোস্টাল থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। শঙ্করপুর থেকে তাজপুর পর্যন্ত তৈরি হয়েছে মেরিন ড্রাইভ। স্থানীয়দের অভিযোগ , মেরিন ড্রাইভ তৈরি হওয়ায় অকেজো হয়ে গিয়েছে ল্যাম্পপোস্ট। আর সেই অন্ধকারের সুযোগে এলাকায় দুষ্কৃতী আনাগোনা বেড়েছে। মহিলাকে বাইরে থেকে এনে খুন করা হয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন তাঁরা।
 

Advertisement

POST A COMMENT
Advertisement