Behala Banitirtha Girls School: তালা-লকার ভাঙা, চারদিক তছনছ, দোলের ছুটিতে ভয়াবহ চুরি বেহালার স্কুলে

বেহালার বাণীতীর্থ গার্লস হাইস্কুলে (Behala Banitirtha Girls High School) তালা ভেঙে প্রায় ১০ হাজার টাকা চুরির অভিযোগ। জানা গিয়েছে, রবিবার সকালে স্কুলের কেয়ারটেকার এসে সবার আগে বিষয়টি জানতে পারেন। দেখেন, কোল্যাপসেবল গেট কাটা।

Advertisement
তালা-লকার ভাঙা, চারদিক তছনছ, দোলের ছুটিতে ভয়াবহ চুরি বেহালার স্কুলেবেহালার স্কুলে দুঃসাহসিক চুরির ঘটনা।

বেহালার বাণীতীর্থ গার্লস হাইস্কুলে (Behala Banitirtha Girls High School) তালা ভেঙে প্রায় ১০ হাজার টাকা চুরির অভিযোগ। জানা গিয়েছে, রবিবার সকালে স্কুলের কেয়ারটেকার এসে সবার আগে বিষয়টি জানতে পারেন। দেখেন, কোল্যাপসেবল গেট কাটা। পাঁচটি তালা ভেঙে ফেলা হয়েছে। প্রধান শিক্ষিকার ঘর ও অ্যাকাউন্টস রুম লন্ডভন্ড। সবকিছু এলোমেলো অবস্থায় মেঝেয় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

দোলের ছুটিতে ভয়ঙ্কর ঘটনা

গত শুক্র-শনিবার দোলের ছুটির জন্য় স্কুল বন্ধ ছিল। রবিবারও স্কুল ছুটি। সম্ভবত সেই পরিকল্পনা মাথায় নিয়েই চুরির ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

এর পিছনে কি অন্য কোনও উদ্দেশ্য ছিল?

স্কুলের প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা চক্রবর্তী জানিয়েছেন, এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে, তাতে মনে করা হচ্ছে যে প্রায় ১০ হাজার টাকা চুরি হয়েছে। তবে প্রধান শিক্ষিকার ঘর ও অ্যাকাউন্টস রুম একেবারে তছনছ করা হয়েছে। তাই সমস্ত নথিপত্র ঠিক আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর পাশাপাশি অন্য একটি আশঙ্কাও প্রকাশ করেন তিনি। তাঁর ধারণা, এমনটাও হতে পারে যে, যারা এই ঘটনা ঘটিয়েছে, শুধুমাত্র টাকা চুরিই তাদের মূল উদ্দেশ্য ছিল না। এর পিছনে অন্য কোনও অভিসন্ধিও থাকতে পারে বলে মনে করছেন তাঁরা।

পুলিশি তদন্ত শুরু

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রধান শিক্ষিকার ঘর ও অ্যাকাউন্টসের ঘরে মোট সাতটি আলমারি ছিল। প্রতিটিরই লকার ভাঙা। প্রধান শিক্ষিকা জানিয়েছেন, স্কুলের কাজের উদ্দেশ্যেই ব্যাঙ্ক থেকে ১০ হাজার টাকা তোলা হয়েছিল। সেটিই নিয়ে গিয়েছে চোররা। ঘটনার তদন্তে নেমেছে পর্ণশ্রী থানার পুলিশ।

POST A COMMENT
Advertisement