scorecardresearch
 

Siliguri Incident: মালদার পর শিলিগুড়ি, আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ

মালদার পর এবার শিলিগুড়ি! বাগডোগরায় সালিশি সভায় আদিবাসী গৃহবধূকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ। পঞ্চায়েত সদস্যার সামনেই ওই নির্যাতিতার সঙ্গে ওই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। সোমবার ঘটনাটি প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।

Advertisement
এবার আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ শিলিগুড়িতে, তদন্তে পুলিশ এবার আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ শিলিগুড়িতে, তদন্তে পুলিশ
হাইলাইটস
  • মালদার পর শিলিগুড়ি
  • আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে মারধর
  • শিলিগুড়িতে অভিযোগ উঠল

Siliguri Incident: হাওড়া এবং মালদার পাকুয়াহাটের ঘটনার জের এখন গোটা রাজ্য ছাড়িয়ে দেশ পর্যন্ত তোলপাড়। এরই মধ্যে এবার ঘটনা পরম্পরায় নাম জড়িয়ে গেল শিলিগুড়ির। শিলিগুড়ির বাগডোগরায় এক আদিবাসী বধূকে বিবস্ত্র করে মারধরের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এবার অভিযোগের তির কয়েকজন মহিলার বিরুদ্ধে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য় ছড়িয়েছে। অভিযুক্তদের গ্রেফতারি এবং কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। মহিলারা কী করে মহিলাদের উপর এমন বর্বর অত্যাচার করতে পারে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ADCP শুভেন্দ্র কুমার জানিয়েছেন, মহিলাদের মধ্যে মারামারি হয়েছে। ইতিমধ্যে বাগডোগরা থানায় অভিযোগ করা হয়েছে। সমস্ত বিষয় খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

মালদার পর এবার শিলিগুড়ি! বাগডোগরায় সালিশি সভায় আদিবাসী গৃহবধূকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ। পঞ্চায়েত সদস্যার সামনেই ওই নির্যাতিতার সঙ্গে ওই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। সোমবার ঘটনাটি প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।

জানা গিয়েছে ঘটনার সূত্রপাত, ১৯ জুলাই বুধবার। ভুজিয়াপানির বাসিন্দা প্রদীপ সরকারের সঙ্গে রোশনি খেরওয়ার নামে এক মহিলার পরকীয়ার সম্পর্ক রয়েছে বলে অভিযোগ ওঠে। তা নিয়ে ঝামেলাও হয় প্রদীপের স্ত্রী গৌরী ও রোশনির মধ্যে। ২০ জুলাই ভুজিয়াপানির পান্থাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে সালিশি সভা বসে। সেই সময় প্রদীপ সরকারের স্ত্রী ও ওই মহিলার সঙ্গে হাতাহাতি হয়। দু'পক্ষকে ছাড়াতে গেলে হাতাহাতিতে জড়িয়ে পরেন ওই আরও এক মহিলা। ওই মহিলা গৌরী সরকারের ঘনিষ্ঠ বান্ধবী বলে জানা গিয়েছে। ঘটনার পরের দিন ওই ঘটনা নিয়ে সালিশি সভা ডাকা হয়।

আরও পড়ুন

অভিযোগ, সেই সালিশি সভায় গৌরীদেবীর বান্ধবী ওই মহিলা উপস্থিত হতেই তার উপর চড়াও হয় রোশনি খেরওয়ার ও তার লোকজন । সভায় সমস্ত মানুষের সামনেই তাকে বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় মহিলা আহত হওয়ায় তিনি রবিবার বাগডোগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, পরে পালটা অভিযোগ দায়ের করেন রোশনি খেরওয়ারও। ঘটনায় দুই পক্ষের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

 

Advertisement