scorecardresearch
 

'DSP-র মেয়েকে ফোনে উত্যক্ত', ধৃত TMC কো-অর্ডিনেটরের ছেলে

গত ১২ জুন পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন এক তরুণী। অভিযোগে ওই তরুণী জানান, ১ মাসেরও বেশি সময় ধরে তাঁকে মোবাইলে অপরিচিত নম্বর থেকে ফোন করে বিরক্ত করা হচ্ছে। মেসেজ পাঠানো হচ্ছে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে। এমনকী গভীর রাতে অডিও এবং ভিডিও কল আসছে বলেও অভিযোগ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে পুলিশ।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • পুলিশকর্তার মেয়েকে বিরক্ত করার অভিযোগ
  • থানায় অভিযোগ দায়ের
  • গ্রেফতার তৃণমূল নেতার ছেলে

পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্টের মেয়েকে লাগাতার বিরক্ত করার অভিযোগে গ্রেফতার তৃণমূলের এক ওয়ার্ড কো-অর্ডিনেটরের ছেলে। অভিযুক্তকে গ্রেফতার করেছে বিধাননগরের সাইবার পুলিশ। ধৃতের নাম অর্কদীপ কুণ্ডু। তাকে জিজ্ঞাসাবাদ করে গোটা বিষয়টি জানার চেষটা করছেন পুলিশ আধিকারিকরা। 

জানা গিয়েছে, গত ১২ জুন পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন এক তরুণী। অভিযোগে ওই তরুণী জানান, ১ মাসেরও বেশি সময় ধরে তাঁকে মোবাইলে অপরিচিত নম্বর থেকে ফোন করে বিরক্ত করা হচ্ছে। মেসেজ পাঠানো হচ্ছে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে। এমনকী গভীর রাতে অডিও এবং ভিডিও কল আসছে বলেও অভিযোগ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে পুলিশ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে শনিবার সন্ধ্যায় অর্কদীপ কুণ্ডু নামে ওই যুবককে বারাসত থেকে গ্রেফতার করা হয়। 

পুলিশ সূত্রে খবর, ওই তরুণীর বাবা নির্মলেন্দু চক্রবর্তী বসিরহাট ট্রাফিসের ডিএসপি। অন্যদিকে ধৃত অর্কদীপ কুণ্ডু  উত্তরপাড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কো-অর্ডিনেটর দীপক কুণ্ডুর ছেলে। ওই তরুণীর বিষয়ে বেশকিছু জিনিস অর্কদীপ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বলে অভিযোগ। গোটা ঘটনাটি খতিয়ে দেখেছে পুলিশ। এক্ষেত্রে কেন অর্কদীপ এই ধরনের কাজ করল, বা এই কাজে তার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না তাও জানার চেষ্টা করছেন তদন্তকরীরা। 

 

Advertisement