Birbhum TMC Leader Death: বীরভূমে ফের খুন তৃণমূল নেতা, বোমাবাজিতে মৃত্যু পঞ্চায়েত সমিতি সদস্যের স্বামীর

বীরভূমে খুন তৃণমূল কংগ্রেসের এক নেতা। শনিবার রাতে বোমার আঘাতে মৃত্যু হয় তাঁর। আহত আরও দুই জন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মৃত তৃণমূল নেতার নাম বাইতুল্লা শেখ।

Advertisement
বীরভূমে ফের খুন তৃণমূল নেতা, বোমাবাজিতে মৃত্যু পঞ্চায়েত সমিতি সদস্যের স্বামীরবীরভূমে বোমাবাজিতে মৃত্যু তৃণমূল নেতার।
হাইলাইটস
  • বীরভূমে খুন তৃণমূল কংগ্রেসের এক নেতা।
  • মৃত তৃণমূল নেতার নাম বাইতুল্লা শেখ।
  • বোমার আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।

Birbhum Bomb Attack: বীরভূমে খুন তৃণমূল কংগ্রেসের এক নেতা। শনিবার রাতে বোমার আঘাতে মৃত্যু হয় তাঁর। আহত আরও দুই জন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মৃত তৃণমূল নেতার নাম বাইতুল্লা শেখ(TMC Leader)। তিনি বীরভূমের ময়ুরেশ্বর-১ পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ শাকিলা বিবির স্বামী। শনিবার রাত প্রায় আটটা নাগাদ মল্লারপুর থানার বড়তুড়িগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিশিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রামের মোড়ের কাছে বসেছিলেন বাইতুল্লা শেখ ও তাঁর দুই সঙ্গী। চায়ের দোকান থেকে বাড়ি ফিরছিলেন তাঁরা।

ঠিক সেই সময় পুকুরপাড়ের অন্ধকারে কয়েকজন দুষ্কৃতী এসে পরপর তিনটি বোমা ছোড়ে। টার্গেট ছিলেন বাইতুল্লা শেখ। বোমার আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। গুরুতর আহত হন বাইতুল্লার দুই সঙ্গী রাজিব শেখ ও সাজউদ্দিন শেখ।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানেই বাইতুল্লাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অন্য দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

রাজনৈতিক চাপানউতোর

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।

যদিও এই অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামাপদ মণ্ডল। তাঁর বক্তব্য, 'ওই গ্রামে বিজেপির কোনও সংগঠনই নেই। ওটা সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।'

তদন্তে নেমেছে পুলিশ

ঘটনার পরই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয়েছে বিশিয়া গ্রামে। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।  

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীরা কারা, কী উদ্দেশ্যে এই হামলা তা খতিয়ে দেখা হচ্ছে।

বীরভূমে অনুব্রত মণ্ডলের গড়ে এর আগেও একাধিকবার রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে। শনিবার এই বোমাবাজির ঘটনায় ফের উত্তপ্ত জেলার রাজনৈতিক মহল।

এলাকায় আতঙ্ক

বিশিয়া গ্রামে এখন আতঙ্কের বাতাবরণ। ঘটনার পর থেকেই উদ্বেগে স্থানীয়রা। প্রশাসনের তরফে সেখানে কড়া পুলিশি নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের দাবি, এই ঘটনার পিছনে বিজেপির মদতপুষ্ট দুষ্কৃতীদের হাত রয়েছে। যদিও বিজেপি তা মানতে নারাজ। ঘটনার তদন্তে গোটা এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি(প্রতিবেদন লেখার সময়)।

Advertisement

POST A COMMENT
Advertisement