Naihati Crime: নৈহাটিতে তৃণমূল কর্মীকে প্রথমে গুলি, পরে থেঁতলে 'খুন'

তৃণমূল কর্মীর উপর হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল নৈহাটিতে। তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। গুলি চালানোর পাশাপাশি পাথর দিয়ে থেঁতলে খুনের অভিযোগ করেছেন এলাকার বিধায়ক। যদিও ওই তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে কি না, তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানায়নি পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটেছে নৈহাটির পানিট্যাঙ্কি এলাকায়। 

Advertisement
নৈহাটিতে তৃণমূল কর্মীকে প্রথমে গুলি, পরে থেঁতলে 'খুন'প্রতীকী চিত্র।
হাইলাইটস
  • তৃণমূল কর্মীর উপর হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল নৈহাটিতে।
  • তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ।
  • গুলি চালানোর পাশাপাশি পাথর দিয়ে থেঁতলে খুনের অভিযোগ করেছেন এলাকার বিধায়ক।

তৃণমূল কর্মীর উপর হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল নৈহাটিতে। তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। গুলি চালানোর পাশাপাশি পাথর দিয়ে থেঁতলে খুনের অভিযোগ করেছেন এলাকার বিধায়ক। যদিও ওই তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে কি না, তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানায়নি পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটেছে নৈহাটির পানিট্যাঙ্কি এলাকায়। 

জানা গিয়েছে, ওই তৃণমূল কর্মীর নাম সন্তোষ যাদব। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। কী কারণে হামলা তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি। 

অভিযোগ উঠেছে, অর্জুন সিংয়ের এক ঘনিষ্ঠের বিরুদ্ধে। ৪ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় তাদের কোনও যোগ নেই বলে জানিয়েছে বিজেপি।

প্রসঙ্গত, কিছু দিন আগেই মালদায় তৃণমূল নেতা দুলাল সরকারকে গুলি করে খুন করা হয়। যে ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। তারপরেও মালদায় সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি গুলি চালানোর ঘটনা প্রকাশ্যে এসেছে। ব্যারাকপুর এলাকায় শুটআউটের ঘটনা নতুন নয়। প্রায়শই ওই এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটে। এবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নৈহাটিতে গুলি চলল। বার বার ওই লোকসভা কেন্দ্রে এই ধরনের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। 
 

POST A COMMENT
Advertisement