Madyamgram Gangape Case: মধ্যমগ্রামে মাধ্যমিক পরীক্ষার্থীকে 'গণধর্ষণ', ভিডিও করল দুই কিশোর

Madyamgram Gangape Case: নাবালিকাকে কথা জালে ফাঁসিয়ে ছেলেদুটি ওই ভাড়া বাড়িতে গেছিল। সেখানে তাকে যৌন নির্যাতন করে তার ভিডিও রেকর্ড করে। তারপর সেটা দেখিয়েই তাকে ব্ল্যাকমেল করা তারা।

Advertisement
মধ্যমগ্রামে মাধ্যমিক পরীক্ষার্থীকে 'গণধর্ষণ', ভিডিও করল দুই কিশোরমধ্যমগ্রামে মাধ্যমিক পরীক্ষার্থীকে 'গণধর্ষণ', ভিডিও করল দুই কিশোর

Madyamgram Gangape Case: এক নাবালিকা স্কুল ছাত্রীকে ভয় দেখিয়ে ভিডিও করে ব্ল্য়াকমেল ও গণধর্ষণের অভিযোগ উঠল ২ যুবকের বিরুদ্ধে। উত্তর চব্বিশ পরগণার মধ্য়মগ্রামে এই ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে। একজনকে পুলিশ ইতিমধ্য়ে গ্রেফতার করেছে। অপর অভিযুক্ত পলাতক। 

এলাকাবাসীর দাবি, নাবালিকাকে কথা জালে ফাঁসিয়ে ছেলেদুটি ওই ভাড়া বাড়িতে গেছিল। সেখানে তাকে যৌন নির্যাতন করে তার ভিডিও রেকর্ড করে। তারপর সেটা দেখিয়েই তাকে ব্ল্যাকমেল করা তারা। ঘটনাটি শুক্রবার বিকেলে ঘটেছে বলে খবর। পরে নাবালিকাই বাড়িতে এসে বিষয়টি খুলে বললে এলাকার সকলে তা জানতে পারেন। সাময়িক উত্তেজনা সৃষ্টি হয় এবং এরই মধ্যে এক কিশোর ধরা পড়ে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দুই কিশোর একটি ভাড়া বাড়িতে তাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। শুধু তাই নয়, নাবালিকা ওই ছাত্রীর ভিডিও রেকর্ড করে তাকে ভয়ও দেখিয়েছে তারা বলে অভিযোগ। এলাকায় এই কথা জানাজানি হতেই দুই কিশোরের মধ্যে একজনকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। পরে মধ্যমগ্রাম থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। অন্যজন পালিয়ে গেছে। 

এর আগে কিছুদিন ধরে এমনিতেই শিরোনামে রয়েছে মধ্যমগ্রাম। পিসিশাশুড়িকে হত্যা করে কেটে টুকরো করার ঘটনায় নিয়ে উত্তেজনা ছড়ায় এলাকায়। ফের নতুন করে এই ধরণের ঘটনায় এলাকাবাসী অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
 

 

POST A COMMENT
Advertisement