Uttar Pradesh Love Crime: শাশুড়ির প্রেমে 'দিওয়ানা' জামাই, স্ত্রীকেই খুন করে দিল

শাশুড়ির প্রেমে পাগল জামাইয়ের খুন স্ত্রীকে। শাশুড়ি এবং জামাইয়ের আপত্তিকর ছবিও প্রকাশ্যে এসেছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কাসগঞ্জ জেলার সিদ্ধপুরা থানা এলাকার নাগলা পারসি গ্রামে। ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

Advertisement
শাশুড়ির প্রেমে 'দিওয়ানা' জামাই, স্ত্রীকেই খুন করে দিলকাসগঞ্জে শাশুড়ির প্রেমে পাগল জামাইয়ের খুন স্ত্রীকে

শাশুড়ির প্রেমে পাগল জামাইয়ের খুন স্ত্রীকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে শাশুড়ি ও জামাইয়ের আপত্তিকর ছবিও। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কাসগঞ্জ জেলার সিদ্ধপুরা থানা এলাকার নাগলা পারসি গ্রামে। ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। 

দু'দিন আগে, পুলিশ জানতে পারে একজন বিবাহিত মহিলার সন্দেহজনকভাবে মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির বারান্দায় ২০ বছর বয়সী শিবানীর দেহ দেখতে পায়। পুলিশ দেহটি হেফাজতে নেয়। ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়। 

জানা যায়, নিহত শিবানীর ২০১৮ সালে নাগলা পারসির বাসিন্দা প্রমোদের সঙ্গে বিয়ে হয়েছিল। পরিবারের সদস্যদের অভিযোগ, প্রমোদের তার শাশুড়ির সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। যার ফলে বাড়িতে প্রতিদিনই ঝগড়া লেগে থাকত। জানা গেছে, এই সম্পর্কের কাণে প্রমোদ তার স্ত্রী শিবানীকে প্রতিদিন মারধর করত। দু'দিন আগে তাদের মধ্যে ঝগড়া হয়। শাশুড়ির সঙ্গে সম্পর্কে এতটাই জড়িয়ে যায় যে 'পথের কাঁটা' স্ত্রীকে সরাতে একবারে হাত কাঁপেনি প্রমোদের। রাগের বশে প্রমোদ তার স্ত্রীকে খুন করে ফেলে। 

ঘটনার পর অভিযুক্ত স্বামী প্রমোদ তার পরিবার নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এদিকে, শাশুড়ি এবং জামাইয়ের কিছু আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

POST A COMMENT
Advertisement