Manojit Mishra: মনোজিত্‍ আর আইনজীবী নয়, লাইসেন্স বাতিল, 'ম্যাঙ্গোদা' ছিল 'ক্রিমিনাল লয়ার'

আইনজীবী হিসেবে আর প্র্যাক্টিস করতে পারবেন না কসবা গণধর্ষণ-কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র। মনোজিতের লাইসেন্স বাতিল করল পশ্চিমবঙ্গ বার কাউন্সিল। কসবা ঘটনার পর তার বিরুদ্ধে উঠে আসে একগুচ্ছ অভিযোগ। নিজেরই কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনার সাত দিন পর এই পদক্ষেপ নেয় পশ্চিমবঙ্গ বার কাউন্সিল। 

Advertisement
মনোজিত্‍ আর আইনজীবী নয়, লাইসেন্স বাতিল, 'ম্যাঙ্গোদা' ছিল 'ক্রিমিনাল লয়ার'কসবা গণধর্ষণ-কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র

আইনজীবী হিসেবে আর প্র্যাক্টিস করতে পারবেন না কসবা গণধর্ষণ-কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র। মনোজিতের লাইসেন্স বাতিল করল পশ্চিমবঙ্গ বার কাউন্সিল। কসবা ঘটনার পর তার বিরুদ্ধে উঠে আসে একগুচ্ছ অভিযোগ। নিজেরই কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনার সাত দিন পর এই পদক্ষেপ নেয় পশ্চিমবঙ্গ বার কাউন্সিল। 

বুধবার বার কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় বার কাউন্সিলেও মনোজিতের নাম পাঠানো হচ্ছে যাতে আইনজীবীদের তালিকা থেকে বাদ দেওয়া যায়। এর ফলে তিনি আর কোনও আদালতে মক্কেলদের প্রতিনিধিত্ব করতে পারবেন না। অন্য রাজ্যের বার কাউন্সিলগুলিকেও মনোজিতের লাইসেন্স বাতিলের কথা জানিয়ে দেওয়া হচ্ছে৷

অনেক আগে থেকেই তার বিরুদ্ধে একগুচ্ছ মামলা রয়েছে। এরপরও আলিপুর আদালতে প্র্যাকটিস চালাচ্ছিলেন মনোজিৎ। দক্ষিণ কলকাতার ল'কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার হন মনোজিৎ। 

রাজনৈতিক যোগসূত্র এবং কলেজ থেকে বহিষ্কার
মনোজিত মিশ্র তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের (টিএমসিপি) সঙ্গে যুক্ত ছিলেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পর, দক্ষিণ কলকাতা আইন কলেজও তাকে কলেজের অস্থায়ী পদ থেকে বহিষ্কার করেছে। কলেজ প্রশাসন অভিযুক্ত বাকি দুই ছাত্রকেও বহিষ্কার করেছে।

তদন্ত চলছে, চারজনকে গ্রেফতার
এই জঘন্য অপরাধের পর, কলকাতা পুলিশের বিশেষ তদন্ত দল (SIT) তদন্তভার হাতে নিয়েছে। লালবাজার গোয়েন্দা বিভাগেরও সাহায্য নেওয়া হচ্ছে। এই মামলায় এখনও পর্যন্ত মনোজিৎ সহ চারজনকে গ্রেফতার হয়েছে।

POST A COMMENT
Advertisement