ফিরল কুমোরটুলি ঘাটের স্মৃতি। বাগুইআটি এলাকায় ট্রলিব্যাগ থেকে উদ্ধার তরুণীর দেহ। সোমবার সকালে দেশবন্ধু নগরে স্থানীয়রা রাস্তার পাশে কালো ট্রলি ব্যাগটি দেখতে পান। কিছুক্ষণ পর সন্দেহ হওয়াতে পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ এসে ব্যাগটি খুলতেই চমকে ওঠেন সকলে। ব্যাগের ভিতরে ছিল এক তরুণীর নিথর দেহ। পরনে সালোয়ার-কামিজ। মুখ সেলোটেপ দিয়ে আটকানো। বয়স আন্দাজ ২৫-৩০ বছর।
কে বা কারা এই ট্রলি ব্যাগ সেখানে রেখে গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। কখন ব্যাগটি ফেলে যাওয়া হয়েছে, তাও বোঝা যাচ্ছে না।
ঘটনার তদন্তে নেমেছে বাগুইআটি থানার পুলিশ। ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তাঁরা। খোঁজ নেওয়া হচ্ছে ওই তরুণীর পরিচয় সম্পর্কে। তবে তরুণী স্থানীয় না-ও হতে পারেন বলে প্রাথমিক অনুমান।
পুলিশের ধারণা, অন্য কোথাও খুন করে দেহ লোপাটের উদ্দেশ্যেই ব্যাগে ভরে বাগুইআটিতে ফেলে যাওয়া হয়েছে।
তদন্তকারীরা গোটা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। আশপাশের জায়গা থেকে পাওয়া কোনও ক্লু তদন্তে কাজে লাগতে পারে বলে মনে করছেন তাঁরা।
এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। রাস্তায় বের হতে ভয় পাচ্ছেন অনেকেই।
অনেকেই বলছেন, এই ঘটনার সঙ্গে কুমোরটুলি কাণ্ডের মিল রয়েছে। তবে সেখানে ট্রলি ব্যাগে দেহ ফেলতে এসে হাতনাতেই ধরা পড়ে গিয়েছিল অভিযুক্তরা।
কুমোরটুলির ঘটনায় এক প্রৌঢ়া মহিলার দেহ মেলে ট্রলি ব্যাগে।
সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একই কায়দায় ব্যাগবন্দি দেহ উদ্ধারে তৈরি হয়েছে আতঙ্ক।
পুলিশ জানিয়েছে, যত দ্রুত সম্ভব দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।