হরিয়ানায় এক নারকীয় ঘটনার পর্দাফাঁস করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়া ইউটিউবার রবিনা নিজের প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করেছেন বলে জানা গেছে। অভিযোগ, নিজের বাড়িতেই প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলায় স্বামী প্রবীণকে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে রবিনা। এরপর গভীর রাতে বাইকে করে স্বামীর মৃতদেহ বাড়ি থেকে ৬ কিমি দূরে ফেলে আসে অভিযুক্ত যুগল।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিনা ও সুরেশের পরিচয় হয়েছিল ইনস্টাগ্রামের মাধ্যমে, প্রায় দেড় বছর আগে। এরপর তারা একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভিডিও তৈরি করতে শুরু করে। যদিও রবিনা বিবাহিত এবং তার ছয় বছরের একটি সন্তানও রয়েছে। স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটছিল, এবং প্রবীণের মনে স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহ দানা বাঁধছিল।
গত মার্চ মাসেই ঘটে এই হত্যাকাণ্ড। ঘটনার দিন প্রবীণ নিজেই রবিনা ও তার প্রেমিক সুরেশকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। এরপর প্রবল বাকবিতণ্ডা শুরু হয়, যার পরিণতি ঘটে খুনে। পরিকল্পনা মতো, গভীর রাতে প্রবীণের দেহ বাইকে করে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয় একটি নর্দমায়। তিনদিন পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সন্দেহের তালিকায় রবিনা ও সুরেশকে রাখে। জিজ্ঞাসাবাদের পর তারা নিজেদের দোষ স্বীকার করে নেয় বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সোশ্যাল মিডিয়ার পরিচয় থেকে প্রেম, সেখান থেকে খুন—এই ভয়ঙ্কর ঘটনাটি আবারও মনে করিয়ে দেয়, প্রযুক্তির যুগে সম্পর্কের ভারসাম্য হারালে কী ভয়ানক পরিণতি হতে পারে।