scorecardresearch
 
Advertisement

Allegation Of Extortion in Belur: বেলুড়ে প্রাক্তন কাউন্সিলরের ঘনিষ্ঠদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, মারধর ওষুধ ব্যবসায়ীকে

Allegation Of Extortion in Belur: বেলুড়ে প্রাক্তন কাউন্সিলরের ঘনিষ্ঠদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, মারধর ওষুধ ব্যবসায়ীকে

লিলুয়া, বেলগাছিয়ার পর এবার বেলুড়ে দুষ্কৃতীদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। বেলুড়ের গিরিশ ঘোষ রোডের এক ওষুধ ব্যবসায়ীকে ৫০০০০ টাকা তোলাবাজি না দেওয়ার কারণে রাস্তায় ফেলে মারধর ও তার সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগ উঠল। বৃহস্পতিবার রাত দশটা নাগাদ এই ঘটনাটি ঘটে। ওষুধ ব্যবসায়ী সুমিত ডালমিয়া জানান, ওই দুষ্কৃতীরা প্রাক্তন কাউন্সিলরের ঘনিষ্ঠ। ঘটনাটির পরেই বেলুড় থানায় মামলা রুজু করেন ওই ব্যবসায়ী। বিষয়টি খতিয়ে দেখছে বেলুড় থানার পুলিশ।

Allegations of Extortion against a former councilor in Belur

Advertisement