Advertisement

Bangladesh MP Murder: বাংলাদেশের সাংসদ খুনে নয়া মোড়, কলকাতায় আসছেন মৃতের মেয়ে

মঙ্গলবার বাংলাদেশের সাংসদ খুনের তদন্তে বড় সূত্র পান গোয়েন্দারা। নিউটাউনের যে অভিজাত আবাসনে খুন হয়েছিল, সেই সঞ্জীব গার্ডেনসের সেপটিক ট্যাঙ্কে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই মেলে দেহাংশ ও চুল। সেগুলি DNA পরীক্ষা করা হবে। মেলানো হবে সাংসদের মেয়ের DNA-র সঙ্গে। তার জন্য কলকাতাও আসছেন সাংসদ আনোয়ারুল আজিম আনারের মেয়ে। মঙ্গলবার সকালে নিউ টাউনের ফ্ল‌্যাট-সহ ঘটনাস্থল ও ভাঙড় এলাকার বেশ কয়েকটি জায়গায় অভিযুক্তদের নিয়ে গিয়ে ঘটনা পুনর্গঠন করা হয়। CID আধিকারিকদের সঙ্গে বাংলাদেশের গোয়েন্দাকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ, বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের আধিকারিক ছিলেন।

Advertisement
POST A COMMENT