Advertisement

Bear Smuggling: হাসনাবাদে উদ্ধার বিলুপ্তপ্রায় ২ কালো ভাল্লুকশাবক, দেখুন

শুক্রবার পুলিশের কাছে খবর আসে বসিরহাট সীমান্ত এলাকা দিয়ে ভাল্লুক পাচার হচ্ছে। এই খবর পেয়ে বসিরহাট জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ বসিরহাট সীমান্ত এলাকায় বিভিন্ন জায়গায় তল্লাসি চালিয়ে কোনও খোঁজ না মেলায় সন্ধ্যায় খবর পায় হাসনাবাদের মুরারিশা ঘোষ পাড়া এলাকা দিয়ে ভাল্লুক শাবক পাচার হচ্ছে। রাত নটা নাগাদ পুলিশ সেখানে হানা দিলে পুলিশকে দেখে পাচারকারিরা ভাল্লুক শাবক দুটোকে রেখে পালায়।

Two extinct black bear cubs rescued in Hasanabad

Advertisement