বীরভূম থেকে জঙ্গি সন্দেহে দুজনকে ধরল এসটিএফ। ধৃতদের নাম শাহ ইমাম শেখ ও আজমল শেখ। শাহ ইমামের বাড়ি বীরভূমের পাইকরের রুদ্রনগর গ্রামে। পেশায় দর্জি। আজমল শেখের বাড়ি বীরভূমের নলহাটির চণ্ডীপুর গ্রামে। সকালে কলকাতা থেকে এসটিএফের একটি দল বীরভূম পুলিশকে সঙ্গে নিয়ে আটক করে।